X
বুধবার, ২৫ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

বেক্সিমকোর ওষুধবাহী গাড়ি থেকে ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৪, ২১:২৫আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২২:৫২

ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মার গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। বেক্সিমকো নামের প্রতিষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সদ্য গ্রেফতার সালমান এফ রহমানের মালিকানাধীন।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীরা গাড়িটি আটক করেন। পরে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে উদ্ধার করা ইয়াবাসহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগন্যাল দেন শিক্ষার্থীরা।

পরে সিগন্যাল অমান্য করে চালক গতি বাড়িয়ে দিলে প্রায় ১০০ গজ দূরে থাকা অন্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হন। এরপর গাড়িটির পেছনের ঢালা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতরে স্কচটেপে পেঁচানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা।

পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধার করা ইয়াবা গণনা করেন। আটক গাড়িসহ চালক সোহাগ (৩৫) ও উদ্ধার করা মালামাল গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক চালক সোহাগ নওগাঁ জেলার সদর উপজেলার তেলাওয়াত পুর ইউনিয়নের হক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে অজ্ঞাত একজন।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি রাজিব খান জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বেক্সিমকো ফার্মার একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তবে শিক্ষার্থীদের তল্লাশি চলাকালে পালিয়ে গেছে অজ্ঞাত এক ব্যক্তি। ফলে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে পুলিশ।

তিনি আরও জানান, এ ছাড়া জব্দ করা ইয়াবা ও পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে চালককে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
বিপুল পরিমাণ মাদকসহ রোহিঙ্গা তরুণ আটক
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৫
ইয়াবা দিয়ে ‘বন্ধুকে’ ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেরাই
সর্বশেষ খবর
সচিবালয়ের ক্যান্টিন নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সচিবালয়ের ক্যান্টিন নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যুগান্তকারী, চীনকে বিএনপি
‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যুগান্তকারী, চীনকে বিএনপি
আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিডিআর সদস্যদের
আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিডিআর সদস্যদের
সিরিজ জয়ের লক্ষ্যে ১৮ বছর পর কলম্বোতে নামছে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে ১৮ বছর পর কলম্বোতে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
ক্রুদের প্রতি কঠোর নির্দেশনা জারি বিমানের
ক্রুদের প্রতি কঠোর নির্দেশনা জারি বিমানের
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
নির্বাচনি সমঝোতার পথে পাঁচ ধর্মভিত্তিক দল
নির্বাচনি সমঝোতার পথে পাঁচ ধর্মভিত্তিক দল