X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

যারা অত্যাচার করেছে তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে: আদিলুর রহমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ২১:৫৯আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ২১:৫৯

যারা অত্যাচার করেছে তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র-জনতা। দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সংস্কারকাজ চলছে। দ্রুত সময়ে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।’

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আদিলুর রহমান খান আরও বলেন, ‘স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশে যেন একটি গণতান্ত্রিক অবকাঠামো গড়ে ওঠে। অন্যায়, অবিচার এবং মানবাধিকার লঙ্ঘনের যেন অবসান হয়। আমাদের ওপর যারা অত্যাচার করেছে, তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে। দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সারা দেশে কোনও প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় নেই। স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশে যেন গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে। অন্যায়-অবিচারের অবসান হয় এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান হয়, সে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’

আড়িয়ল বিল দখল ও সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘বালু ফেলে আড়িয়ল বিল দখল করা হয়েছে। আর সাইবার নিরাপত্তা আইন নিয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে পর্যালোচনা চলছে।’

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মানবাধিকার সংস্থা অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং খোঁজখবর নেন।

/এএম/
সম্পর্কিত
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
নারীর প্রতিকৃতিতে জুতা পেটা: সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিবাদ
নির্বাচনে আবারও বিজয়ী হওয়ায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা
সর্বশেষ খবর
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
দুই দশকের ইতিহাসের সমাপ্তি, বন্ধ হচ্ছে স্কাইপে
দুই দশকের ইতিহাসের সমাপ্তি, বন্ধ হচ্ছে স্কাইপে
গাজা যুদ্ধ ও ত্রাণ সহায়তার নতুন পর্যায় নিয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু
গাজা যুদ্ধ ও ত্রাণ সহায়তার নতুন পর্যায় নিয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?