X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পাগলা মসজিদের ৭ কোটি টাকা বন্যার্তদের দেওয়ার তথ্যটি গুজব

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৪, ১৮:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৮:৩৬

ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার মানুষের জীবনযাত্রা। ত্রাণ সহায়তায় সারা দেশের মানুষ এগিয়ে এসেছেন। এরই মধ্যে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সাত কোটি ২২ লাখ ১৩ হাজার টাকা বন্যার্তদের দেওয়া হবে বলে ফেসবুকে কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে। কিন্তু মসজিদ কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে বিষয়টি সঠিক নয়। আসলে এটি গুজব। মসজিদ পরিচালনা কমিটি এমন কোনও সিদ্ধান্ত নেয়নি।

স্থানীয় সূত্র জানায়, ১৭ আগস্ট কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সব কটি দানবাক্সের টাকা গণনা শেষে পাওয়া গেছে সাত কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। এ ছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। এরই মধ্যে গত দুদিন ধরে সর্বশেষ দানবাক্সে পাওয়া সাত কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ফেসবুকে কয়েকটি পোস্ট ভাইরাল হয়। 

এ বিষয়ে জানতে চাইলে পাগলা মসজিদ পরিচালনা কমিটির প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মসজিদের ফান্ড থেকে বন্যাকবলিতদের মাঝে অনুদান দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সভাও হয়নি। ফেসবুকে যেসব পোস্ট ছড়িয়ে পড়েছে, সেগুলো গুজব।’

একই কথা বলেছেন পাগলা মসজিদ কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মসজিদের দানবাক্সের সাত কোটি টাকা বন্যার্তদের জন্য দেওয়ার যে তথ্য ফেসবুকে প্রচারিত হচ্ছে, তা গুজব। পাগলা মসজিদ পরিচালনার জন্য ৩০ সদস্যের একটি কমিটি রয়েছে। সর্বশেষ দানবাক্স থেকে টাকা পাওয়ার পর কমিটির কোনও মিটিং হয়নি। দেশের বর্তমান পরিস্থিতিতে মিটিং করার কোনও সুযোগ নেই। কাজেই কমিটির সভায় দানবাক্সের সাত কোটি টাকা বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত, বলে যা প্রচার হচ্ছে তা মিথ্যা। ওয়াকফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হচ্ছে। তাই ইচ্ছে করলেই মসজিদের টাকা কোথাও অনুদান দিতে পারবে না কমিটি।’

স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো তিন থেকে চার মাস পর খোলা হয়। এর আগে ২০ এপ্রিল খোলা হয়েছিল। তখন ২৭টি বস্তার মধ্যে সাত কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। এ ছাড়া বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়; যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। দানবাক্সে পাওয়া টাকাগুলো শহরের একটি ব্যাংকে মসজিদের হিসাবে জমা রাখা হয়। ওই টাকা দিয়ে শত কোটি টাকা ব্যয়ে পাগলা মসজিদ বহুতল ভবন ও কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানান জেলা প্রশাসক। তবে মসজিদের হিসাবে এ পর্যন্ত কত টাকা জমা আছে, সেটি প্রকাশ করেনি মসজিদ কমিটি।

/এএম/ 
সম্পর্কিত
কাঁধে নিয়ে ওপরে তোলা হয় রোগী, একইভাবে নামানো হয় লাশ
মুহুরী নদীর পানি নামতে শুরু করলেও এখনও সংকট কাটেনি
দ. আফ্রিকায় বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৪৯
সর্বশেষ খবর
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
শিশুদের অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে আইসিডিডিআর,বি’র গবেষণা
শিশুদের অসংক্রামক রোগ ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে আইসিডিডিআর,বি’র গবেষণা
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট