X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৭ লাখ টাকা ঋণ, পরিশোধ করতে না পেরে ‘প্রাণ দিলেন’ জাকের পার্টির নেতা

রাজবাড়ী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯

রাজবাড়ীর গোয়ালন্দে ইউনুস খাঁ (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উজানচর এলাকার একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি উপজেলার উজানচর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ও স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) ও ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে পারছিলেন না তিনি। শারীরিকভাবেও অসুস্থ থাকার পাশাপাশি ঋণের কিস্তির জন্য এনজিও–কর্মীরা তাকে চাপ দিতেন। এসব কারণে হতাশাগ্রস্ত ছিলেন। এ কারণেই আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীদের।

ইউনিয়ন জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন, আমি শুনেছি, ইউনুস ভাই বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পর দিন পরিবারের লোকজন মাঠের মধ্যে থাকা আম গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে আমি সেখানে যাই। 

ইউনুস খাঁর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ব্র্যাক, আশা, সাজেদা ফাউন্ডেশন, এসডিসি, পিপিসহ কয়েকটি এনজিও থেকে প্রায় সাত লাখ টাকার মতো এবং ব্যাংক থেকেও ঋণ নেওয়া ছিল। কিস্তির টাকার জন্য এনজিও থেকে চাপ দিত। টাকা জোগাড় করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, অনেকে ঋণগ্রস্ত হওয়ায় এবং শারীরিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত কারণ জানা যাবে। 

/এফআর/
সম্পর্কিত
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
সর্বশেষ খবর
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেলো: তাসকিন
ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেলো: তাসকিন
গিলের সেঞ্চুরিতে বার্মিংহাম টেস্টের প্রথম দিন ভারতের
গিলের সেঞ্চুরিতে বার্মিংহাম টেস্টের প্রথম দিন ভারতের
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল