X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

যাত্রীদের জিম্মি করে বাসে ডাকাতি, গ্রেফতার ৩

সাভার প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১৭:৪৯আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৭:৪৯

ধামরাইয়ে ৪৩ যাত্রীকে জিম্মি করে একটি বাসে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত বাসের সুপারভাইজার মোমিন হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

শুক্রবার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা গত ২৫ অক্টোবর আরেকটি বাস ডাকাতিতেও জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

তারা হলো- ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কালামপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা সজিব (২৫), মো. মিজানুর রহমান (২৫) ও ফজলু (২৮)। শনিবার দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসিম উদ্দিন। 

তিনি বলেন, ‌‘গত ৩১ সেপ্টেম্বর পঞ্চগড় থেকে ৪৩ যাত্রীসহ ইসলাম পরিবহন নামে একটি বাস ছেড়ে আসে। এটি ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোর এলাকায় পৌঁছালে যাত্রী বেশে সাত ডাকাত বাসটিতে ওঠে। ভোর ৫টার দিকে বাসটি টাঙ্গাইল বাইপাস এলাকা পার হওয়ায় সময় ডাকাতরা চালক হারুনের গলায় ছুরি ধরে তাকে সরিয়ে দিয়ে সজিব নামে একজনকে চালকের আসনে বসায়। সুপারভাইজারের গলায় ছুরিকাঘাত করে জখম করে। একপর্যায়ে বাসটি মির্জাপুর-কাওয়ালীপাড়া সড়কে চালাতে বাধ্য করে তারা। সকাল ৭টার দিকে বাসটি ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় নিয়ে খাদে ফেলে দেয়।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘যাত্রীদের কাছ থেকে ৮০ হাজার টাকা, মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নেয় ডাকাতরা। বাসটি খাদে পড়লে কৌশলে বাসের জানালা দিয়ে লাফিয়ে নেমে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকেন হেলপার। আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। তবে স্থানীয়রা দুজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বাস চালিয়ে আসা ডাকাতের তথ্য দিলে অভিযান চালিয়ে তাকেও আটক করে পুলিশ। গত ২৫ অক্টোবর আরেকটি বাস ডাকাতির সঙ্গেও জড়িত বলে স্বীকারোক্তি দেয় তারা। তাদের কাছ থেকে চারটি ছুরি, তিন হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও চার জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
কক্সবাজারে ‘ডাকাতের’ গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ, একজনের মৃত্যু
যুবদল নেতা শামীম হত্যাসাবেক এমপি ফয়সাল বিপ্লব কারাগারে
এক দিনে গ্রেফতার ১৭৯৭
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
সর্বাধিক পঠিত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা