X
সোমবার, ০৫ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

‘আসিফ নজরুলের সঙ্গে যারা অশোভন আচরণ করেছেন, সাহস থাকলে দেশে আসুন’

টাঙ্গাইল প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, ১৭:৪৯আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৯:২৫

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (১০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল আমিন, কামরুল ইসলাম, আকরাম হোসেন, ফাহাদুল ইসলাম ও সাদমান খান প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

সমাবেশে আল আমিন বলেন, ‘গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ছাত্র-জনতার বিজয় নিশ্চিত হয়েছে। দেশ ভালোভাবে চলছে। অথচ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দিচ্ছে ফ্যাসিবাদের দোসররা। আওয়ামী লীগ সরকারের দোসর টাঙ্গাইলের শ্যামল খানসহ যারা সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টার সঙ্গে অশোভন আচরণ করেছেন, তাদের শাস্তি দাবি করছি আমরা। আপনাদের সাহস থাকলে দেশে আসুন। আমরা ছাত্র-জনতা আপনাদের সমুচিত জবাব দেবো। আজ আমরা ফ্যাসিবাদের দোসরদের বিশৃঙ্খলা রুখে দিতে এখানে জড়ো হয়েছি। সেইসঙ্গে ছাত্রলীগের মতো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ৭ নভেম্বর দেশে ফিরছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রটোকল কর্মকর্তা আইন উপদেষ্টার সঙ্গে ছিল। বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত কয়েকজন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে ঘটনাটি ঘটেছে। এর মধ্যে শ্যামল খানের বাড়ি টাঙ্গাইলে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
৪-৫টি মোটরসাইকেলে এসে হাসনাতের গাড়িতে হামলা, প্রতিবাদে বিক্ষোভ
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা বহিষ্কার
সাংবাদিক মোজাম্মেল বাবুকে জামিন দিতে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
এসি এবং আলোকস্বল্পতার কারণে হচ্ছে না টুর্নামেন্ট!
এসি এবং আলোকস্বল্পতার কারণে হচ্ছে না টুর্নামেন্ট!
অবশেষে খরা ঘুচলো কেইনের, বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন
অবশেষে খরা ঘুচলো কেইনের, বুন্দেসলিগা জিতেছে বায়ার্ন
লখনউকে হারিয়ে দুই নম্বরে পাঞ্জাব
লখনউকে হারিয়ে দুই নম্বরে পাঞ্জাব
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে চেলসি
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে চেলসি
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন