X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মাদারীপুরে ২ জনের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ২০:১০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২০:১০

মাদারীপুরের কালকিনি ও শিবচরে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, কালকিনিতে পরিত্যক্ত একটি ডোবা থেকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় হিরন নেছা (৬৫) নামে এক নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। হিরন নেছা পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের কালাম মৃধার স্ত্রী।

একই সময় শিবচরের মাদবরেরচর এলাকার রেললাইনের পাশে মুন্না মির্জা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুন্না ফরিদপুরের নগরকান্দা এলাকার রাজ্জাক মির্জার ছেলে। কয়েক বছর ধরে তিনি শিবচরের গুয়াতলা এলাকায় ভাড়া থাকতেন। পেশায় তিনি ভ্যানচালক। চার দিন আগে থেকে নিঁখোজ ছিলেন মুন্না। এই ঘটনায় শিবচর থানায় একটি নিখোঁজ জিডি করা হয়েছিল।

জানা গেছে, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের রেললাইনের পাশে কাশবনের মধ্যে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত যুবকের পরনে জিন্স প্যান্ট ও গায়ে টিশার্ট ছিল। লাশটি উপুড় করে রাখা। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

অপরদিকে বৃদ্ধা হিরন নেছা বেগম গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি শেষে তার কোনও সন্ধান না পেয়ে তার বড় ছেলে লিটন মৃধা বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার নতুন পানেরহাটের পূর্ব পাশে ডোবার মধ্যে হিরন নেছার ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেন।

হিরন নেছার ছেলে লিটন মৃধা বলেন, মা নিখোঁজের ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি। আমি দোষিদের বিচার চাই।

এ বিষয়ে কালকিনি থানার এসআই নয়ন জানান, ডোবা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমীর হোসাইন বলেন, রেললাইন সংলগ্ন এলাকায় অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়েছি। শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

/এফআর/
সম্পর্কিত
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার লাশ উদ্ধার
সর্বশেষ খবর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
পুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
আবদুল হামিদের দেশত্যাগপুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত