X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৭ লাখ টাকায় বৈষম্যবিরোধীদের কমিটি ঘোষণার অভিযোগ, হাসনাতকে অবাঞ্ছিত

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৩

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের নিয়ে মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে দাবি করে প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ হোসেন ও সহ-সমন্বয়ক রুদ্রকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলার নেতাকর্মীরা। তারা প্ল্যাটফর্মটির জেলা কমিটি স্থগিত করার দাবিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলন তারা এ কথা জানান।

জেলায় নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে বৈষম্যের অভিযোগ এনে মানিকগঞ্জ জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন একটি অংশ। কমিটি স্থগিত না করা হলে মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবী-আহতের ব্যানারে নবগঠিত কমিটি থেকে পদত্যাগকারী আড়াই শতাধিক নেতাকর্মীদের পক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংসবাদ সম্মেলন করা হয়। একইসঙ্গে সংবাদ সম্মেলন থেকে নবগঠিত মানিকগঞ্জ কমিটি স্থগিত করে আন্দোলনে আহতদের যথাযথ মর্যাদাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদ্য পদত্যাগকারী যুগ্ম-সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু বলেন, ৭ লাখ টাকার বিনিময়ে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের নিয়ে অফিসিয়াল পেজে নতুন করে পকেট কমিটি প্রকাশ করা হয়। নতুন পকেট কমিটির আহ্বায়ক একজন বহিরাগত, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব ছাত্রলীগের
সঙ্গে হামলা করছে ১৮ জুলাই। মুখপাত্র ছাত্রলীগের সঙ্গে ও আহমেদ অনিক যুবলীগের কর্মী। এ ছাড়া কমিটিতে কমপক্ষে ২০ ছাত্রলীগ ও তার অনুসারীরা আছে।

পদত্যাগকারী যুগ্ম সদস্য সচিব নাসিম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের রাখা হয়েছে। এ কারণে এই পকেট কমিটি প্রত্যাখ্যান করে ইতোমধ্যে প্রায় তিন শতাধিক সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

এ ধরনের পকেট কমিটি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করে মানিকগঞ্জ জেলার দায়িত্বশীল কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রুদ্রসহ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ হোসেনকে মানিকগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জের পকেট কমিটি স্থগিত না করলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে এবং সামনে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ সময় নবগঠিত কমিটির পদত্যাগকারী সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, বনি আহমেদ, আরমান হোসেন, যুগ্ম সদস্য সচিব নাসিম খান ও সংগঠক কাউসার আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ৪২১ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

/এফআর/
সম্পর্কিত
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক