X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

‘জামায়াতের সঙ্গে বেহেশতেও যাবো না’ বলা কাদের সিদ্দিকী গেলেন দলটির ইফতার মাহফিলে

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ০৮:৩২আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৮:৩২

‘জামায়াতে ইসলামীর সঙ্গে বেহেশতে যেতেও রাজি নন’ বলে ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার অংশ নিয়েছেন জামায়াতের ইফতার মাহফিলে। শনিবার (৮ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন। তবে এ অনুষ্ঠানে কোনও বক্তব্য দেননি তিনি।

এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলে সখিপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাবো না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারও সঙ্গে আমার কোনও বিরোধ নেই।

জামায়াত ছাড়াও গত বছরের ৩ মার্চ জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় বিএনপি নিয়ে একই ধরনের মন্তব্য করেন কাদের সিদ্দিকী। তিনি বলেছিলেন, ‘আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপির নেতা হয়, নেতৃত্ব দেয় তাহলে আমি সেই বিএনপির সাথেও বেহেশতে যেতে চাই না।’

এদিকে, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নেওয়ায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জামায়াতের অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার নিজ দলের নেতাকর্মীরাও হতভম্ব। এই প্রথম কাদের সিদ্দিকী জামায়াতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। ২০১৮ সালে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিয়ে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল। এতে কৃষক শ্রমিক জনতা লীগও ছিল। দেশের এই বর্তমান প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকী কোন দিকে মোড় নেবেন বিষয়টি নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে।

ইফতার মাহফিলে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ, সেক্রেটারি জেনারেল হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কুড়িগ্রামে জামায়াতের রুকনসহ দুই জন বহিষ্কার
জামায়াত নেতার ‘কলিজা ছিঁড়ে ফেলার’ হুমকি দেওয়া বিএনপি নেতাকে শোকজ
সাংবাদিককে জামায়াত কর্মীর হুমকির অভিযোগে থানায় জিডি
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন