X
রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ৫ হাজার টাকায় ধামাচাপায় এলাকাবাসীর বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ০২:২৩আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০২:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে ইব্রাহিম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী সাত বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এরপর রাতে শিশুটির বাবা-মাকে হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় একপক্ষ। রাত ১১টার দিকে এলাকাবাসী বিষয়টি জেনে ইব্রাহিমের বাড়ির সামনে বিক্ষোভ করে। ইব্রাহিম সুনামগঞ্জের বিঞ্চামপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে তারাব এলাকায় ভাড়া বাসায় থাকে। 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির পরিবার রূপসী এলাকায় ভাড়া বাসায় থাকে। ইব্রাহিম বাঘবাড়ি সেতু এলাকায় কাঁচামালের ব্যবসা করে। দুপুরে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানে নিয়ে ধর্ষণ করে। এ সময় প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রী ইব্রাহিমের দোকানে শুঁটকি কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন। 

পরে শিশুটি বাবা-মাকে বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী তানসেন ও তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের বড় ভাই রুবেল হোসেন ও পলিনসহ কয়েকজন মিলে ধর্ষণের ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার টাকা শিশুর পরিবারকে দেবেন বলে আশ্বাস দেন। রাত ৯টার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করে ঘিরে রাখেন। উত্তেজনা বাড়তে দেখে রুবেল ও তানসেন মিলে ইব্রাহিমকে বাড়ি থেকে পালাতে সহযোগিতা করেন। এরপর ইব্রাহিমের বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। রাত ১১টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। 

শিশুটির বাবা বলেন, আমার মেয়ের সাত বছর। আমি দিনমজুরের কাজ করি। বিকাল ৫টার দিকে কাজ থেকে বাড়ি এসে শুনি মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে। আমাদের বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ কয়েকজন মিলে আমাকে হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে দেবে বলে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। আমি এই সালিশ মানি না। ঘটনার বিচার চাই। ইব্রাহিম হুমকি দিয়ে বলেছে, ধর্ষণের কথা কাউকে বললে মেয়েকে হত্যা করবে। আমাদের এলাকাছাড়া করবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছি। ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলো রোলস রয়েস, আহত ৪
বহিষ্কৃত যুবদল নেতার বাড়িতে সেনা অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
আঘাত পাননি, তাহলে যুক্তরাষ্ট্রে কেন শাহরুখ?
আঘাত পাননি, তাহলে যুক্তরাষ্ট্রে কেন শাহরুখ?
জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: আলী রীয়াজ
জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: আলী রীয়াজ
জাপানে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণ, প্রধানমন্ত্রী ইশিবার জন্য কঠিন পরীক্ষা
জাপানে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণ, প্রধানমন্ত্রী ইশিবার জন্য কঠিন পরীক্ষা
হলি ক্রসের সাবেক দুই অধ্যক্ষ গার্টি আব্বাস ও যোয়্যান হ্যাভেলকাকে স্মরণ
হলি ক্রসের সাবেক দুই অধ্যক্ষ গার্টি আব্বাস ও যোয়্যান হ্যাভেলকাকে স্মরণ
সর্বাধিক পঠিত
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি
কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি
এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেলে তল্লাশি
এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেলে তল্লাশি
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির
গোপালগঞ্জে জনমনে আতঙ্ক, গ্রেফতারের সঙ্গে বাড়ছে কারফিউ
গোপালগঞ্জে জনমনে আতঙ্ক, গ্রেফতারের সঙ্গে বাড়ছে কারফিউ