X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

পর্যাপ্ত খাদ্য মজুত আছে, কোনও শঙ্কা নেই: উপদেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ১৫:৩১আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৩২

সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে। তাই খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নও ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, ‘গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হ‌য়ে‌ছে, সে ক্ষতি পুষিয়ে নি‌তে সরকার খাদ্যশস্য আমদানি করছে। আর এবার হাওরসহ সারা দেশে বো‌রো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত হবে। আর কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পায়, তা নিশ্চিত কর‌তে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

শনিবার (৫ এপ্রিল) দুপুরে কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়নের প্রথম সারির সৈনিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ্য জোগান হয়।’

তিনি এ সময় হাওরের সেচ সমস্যা, মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খালবিল শুকিয়ে ফেলার প্রবণতা, সারবীজের প্রাপ্যতা নিশ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন্যায্যমূল্য নিশ্চিত কর‌তে সরকার কাজ করছে বলেও উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

হাওরের খালবিল, নদনদী শুকিয়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘মেঘনাসহ বড় বড় নদীগু‌লোও আজ নাব্যতা সংকটে ভুগছে। হাওরের খাল‌বিলগু‌লো শুকিয়ে যাচ্ছে। খাল খননের মাধ্যমে স্থানীয় খাল খনন করা সম্ভব। আর বড় নদ-নদীগু‌লো খনন কর‌তে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘হাওর এলাকায় এখন কৃষকরা কেবল, ধান নয়, ধানের পাশাপাশি ভুট্টা, সবজি, হাঁসমুরগি পালন, মাছ চাষসহ নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কাজেই হাওর বিপুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাওরের যো‌গা‌যোগ ব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে।’

এ সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার জিরাতিদের কাছে তা‌দের সম‌স‌্যাগু‌লো জান‌তে চান। বেশ কয়েকজন জিরাতি, তা‌দের সেচ সমস্যা, রাস্তাঘাটের সংকট, খাওয়ার পানির অভাব নি‌য়ে কথা বলেন। তখন জেলা প্রশাসক‌কে এগু‌লো দ্রুত সমাধানের নির্দেশ দেন উপদেষ্টা। পরে উপদেষ্টা ভাতশালা হাওরের বো‌রো‌ জমি ঘুরে দেখেন।

এ সময় হাওরে সরাসরি কৃষিকাজের সঙ্গে জড়িত কৃষক ও জিরাতিদের সমস্যার কথা শোনেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রামের কৃ‌ষি অফিসার অভিজিত সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে জরিমানা
ধান-চাল ক্রয়ে কোনও সিন্ডিকেট থাকবে না: খাদ্য উপদেষ্টা
ফুচকা খেয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় মামলা, দোকানি গ্রেফতার
সর্বশেষ খবর
সিরাজগঞ্জে গোপন ঘরে বন্দি করে নির্যাতনের অভিযোগ
সিরাজগঞ্জে গোপন ঘরে বন্দি করে নির্যাতনের অভিযোগ
রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ দেখছে না বিসিবি
রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ দেখছে না বিসিবি
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৯.০৮ শতাংশ
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৯.০৮ শতাংশ
দুই পেনাল্টির ম্যাচে মোহামেডানের দাপুটে জয়
দুই পেনাল্টির ম্যাচে মোহামেডানের দাপুটে জয়
সর্বাধিক পঠিত
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক