X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ দেখছে না বিসিবি

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৫, ১৯:১২আপডেট : ০২ মে ২০২৫, ১৯:১২

সাবেক এক বাংলাদেশি সেনা কর্মকর্তা ভারত নিয়ে মন্তব্য করার পর দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েছে। এর প্রভাব ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার এনিয়ে উদ্বেগ নাকচ করে দিয়েছে। 

টাইমস অব ইন্ডিয়া এদিন এক প্রতিবেদনে জানায়, আগস্টে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের করা সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এক ফেসবুক পোস্টে ফজলুর রহমান বলেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।’

ভারতীয় গণমাধ্যমের অনিশ্চয়তা প্রকাশের পর এনিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। কোনও ধরনের উদ্বেগের অবকাশ তিনি দেখছেন না। দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক আগের মতোই শক্তিশালী বলে জানান তিনি।

ফাহিম একটি জাতীয় ইংরেজি দৈনিককে বলেছেন, ‘বিসিসিআই ও বিসিবির মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি নিশ্চিত পরিকল্পনা অনুযায়ী সিরিজ হবে।’

বিসিসিআই অবশ্য এই সফর নিয়ে কোনও মন্তব্য করেনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও নীরব। দুই দেশের ক্রিকেট বোর্ডও কোনও বিতর্কিত বক্তব্য এড়িয়ে গেছে।

আগামী আগস্টে আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি অনুযায়ী এই সিরিজ হবে। ২০২২ সালের ডিসেম্বরের পর এটি হবে ভারতের প্রথম বাংলাদেশ সফর।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার