X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

পদ্মায় ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ১২:৪০আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১২:৪০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তার মোড় এলাকায় পদ্মা নদী থেকে জিহাদ সরদার (৩০) নামের এক যুবকের মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের অন্তার মোড় এলাকার নদী থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মাথাবিহীন এ লাশ উদ্ধার করে।

জিহাদ সরদার চরবরাট গ্রামের শহীদ সরদারের ছেলে। জিহাদ ঢাকা-নারায়ণগঞ্জে ডকইয়ার্ডে কাজ করতেন। পরিবারে তারা দুই ভাই ও দুই বোন ছিলেন।

জানা যায়, উপজেলার ছোট ইউনিয়নের অন্তার মোড়ের চরবরাট এলাকায় পদ্মা নদীর কিনারে রবিবার সকালে স্থানীয় লোকজন মাথাবিহীন একটি লাশ পানিতে ভাসতে দেখে গোয়ালন্দ ঘাট থানাকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় নদীতে তার মাথাটি কোথায় আছে সেটি খুঁজছে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ।

জিহাদের ছোট বোন সামান্তা আক্তার বলেন, ‘গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে বাড়ি আসে জিহাদ। বিকালে জিহাদ তার ব্যক্তিগত কাজে বাইরে গেলে রাত বেশি হলে বাড়ি না আসায় তাকে ফোন দিলে জিহাদ বলে আমি কিছুক্ষণ পর আসছি। পরে বৃহস্পতিবার রাত ১২টা পার হয়ে গেলেও জিহাদ বাড়ি না ফিরলে তারা তাকে ফোন করলে তার ফোনটি বন্ধ পায়। পরদিন দুপুরে গোয়ালন্দ ঘাট থানার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ জিডি করা হয়। অনেক খোঁজাখুঁজির পর জিহাদকে না পাওয়া গেলে রবিবার সকালে অন্তার মোড় এলাকার পানিতে মাথা ছাড়া আমার ভাইকে অর্ধগলিত অবস্থায় ভাসমান থাকতে দেখা যায়। পরে আমার মা গিয়ে ভাইয়ের পরনে থাকা প্যান্ট দেখে শনাক্ত করেন।’

তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের তো কোনও শত্রু ছিল না। কারা আমার ভাইকে এভাবে মারলো জানি না। আমরা অভিযুক্তদের ফাঁসি চাই।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অন্তার মোড়ে এলাকায় পানিতে ভাসছে মাথাবিহীন একটি লাশ এমন খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তিনি আরও জানান, লাশটি জিহাদের কিনা তা শনাক্তকরণের কাজ চলছে এবং এ ঘটনায় কারা জড়িত তাদের আইনের আওতায় আনতে মাঠে পুলিশ কাজ করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সায়েন্সল্যাবে নারীর মরদেহ উদ্ধার
ঘুরতে এসে মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: ফরিদা আখতার
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: ফরিদা আখতার
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
সর্বাধিক পঠিত
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন