X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নেতার সঙ্গে মামলা বাণিজ্যে জড়িয়েছে পুলিশ, সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০২৫, ১৯:৫৭আপডেট : ১৮ মে ২০২৫, ২০:০১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের পর নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেফতার স্থানীয় পত্রিকার সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রবিবার (১৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন করা হয়। 

সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা ও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গত ১২ মে রাতে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারকৃত সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান স্থানীয় প্রেস নারায়ণগঞ্জ নামের অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার।

মানববন্ধন থেকে গণমাধ্যমকর্মীরা জিসান ও তার পরিবারের সদস্যদের মুক্তি দাবি জানিয়ে বলেন, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের সময় বাধা দেওয়ার মামলায় জিসান, ফুডব্লগার মিথুনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। অথচ ওই দিন সেখানে তারা ছিলেন না। মামলা হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গ্রেফতার করেছে। মূলত বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শহীদনগর এলাকার শাকিল মামলা বাণিজ্য করার জন্য তাদের নামগুলো মামলায় যুক্ত করেছেন। পুলিশও ওই মামলা বাণিজ্যের সঙ্গে নিজেকে যুক্ত করেছে। ঠিক এমন বাণিজ্য এই শহরে আগে ওসমান পরিবার করেছে। তারা এখন বিতাড়িত কিন্তু তাদের অভাব পূরণে ব্যস্ত অন্যান্য রাজনৈতিক নেতারা।

সাংবাদিকরা বলেন, এসব হয়রানিমূলক মামলা সাংবাদিকদের নামে আগেও দেওয়া হয়েছে। কিন্তু তাতে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যায়নি। এখনও এসব চাঁদাবাজি, মামলাবাজি, মানুষকে হয়রানি নিয়ে সাংবাদিকরা লিখে যাবে। এসব মামলাবাজদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

প্রেস নারায়ণগঞ্জ-এর সম্পাদক ফখরুল ইসলামের সভাপতিত্ব এবং আজকের পত্রিকা ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবিত আল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতি সিপলু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম প্রমুখ।

এতে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, প্রথম আলো বন্ধুসভার নারায়ণগঞ্জের সহসভাপতি জহিরুল ইসলাম মিন্টু, গবেষক মাহবুব সুমন, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ছাত্র ফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত।

প্রসঙ্গত, গত ৯ মে ভোরে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার চার দিন পর ১২ মে রাতে সদর মডেল থানায় আইভীকে গ্রেফতারে বাধা ও পুলিশের গাড়িতে হামলার অভিযোগে ৫২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় নগরীর শহীদনগর এলাকা থেকে সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান ও তার বাবা মো. হানিফ, চাচা শওকত মিথুন এবং মিথুনের অন্তঃসত্ত্বা স্ত্রী মাহমুদা আক্তারকেও আসামি করা হয়। রাতেই জিসান, হানিফ ও মিথুনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় প্রতিবাদ জানিয়ে আসছেন সাংবাদিকসহ বিভিন্ন মহল।

/এএম/
সম্পর্কিত
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার: সরেজমিন যা দেখা গেলো
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
দুই মামলার তদন্ত শেষ করতে আরও সময় দিলেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
সাই-গিলের ওপেনিং জুটিতে মোস্তাফিজদের হারিয়ে প্লে অফে গুজরাট
সাই-গিলের ওপেনিং জুটিতে মোস্তাফিজদের হারিয়ে প্লে অফে গুজরাট
চাঁদাবাজি মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা রিমান্ডে, আইনজীবীর ওপর হামলা অনুসারীদের
চাঁদাবাজি মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা রিমান্ডে, আইনজীবীর ওপর হামলা অনুসারীদের
রংপুরে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ১৬ নেতার পদত্যাগ
রংপুরে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ১৬ নেতার পদত্যাগ
দোহায় ব্যর্থ আলোচনা, গাজায় ফের ইসরায়েলের স্থল অভিযান
দোহায় ব্যর্থ আলোচনা, গাজায় ফের ইসরায়েলের স্থল অভিযান
সর্বাধিক পঠিত
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ