X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের পাঁচ নারী যাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ০৯:২১আপডেট : ১৩ জুন ২০১৬, ১৫:১১

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের পাঁচ নারী যাত্রী নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের পাঁচ নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত পিতাহার মির্জার স্ত্রী রাবেয়া খাতুন (৬৫), মৃত আক্কাস মণ্ডলের স্ত্রী কমেলা খাতুন (৬৩), মৃত তফায় শেখের স্ত্রী ফজিরন খাতুন (৪৫) ও একই উপজেলার মধুপুর গ্রামের লিয়াকতের স্ত্রী সুখী খাতুন (৩৫) ও কুমারখালী উপজেলার বিড়িকয়া গ্রামের আমেনা বেগম (৬০)।

আহতদের মধ্যে বুড়ি (৫৫), আলেয়া (৪৫), জোসনা (৫০) ও সুরজানকে (৫০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে নসিমনে করে কয়েকজন শ্রমিক শহরের চেচুয়া এলাকার বেসরকারি একটি কারখানায় কাজে যাচ্ছিলেন। ভাদালিয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দু‌ই নারী শ্রমিক নিহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত যাত্রীদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, সকালে বিকট শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বের হয়ে দেখেন সড়কের ওপর আহত নারী-পুরুষ পড়ে আছেন। এর মধ্যে তিনি দুজন নারীকে মৃত অবস্থায় দেখতে পান। অন্যরা কাতরাচ্ছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকালে আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে সুখী খাতুন নামে এক নারী মারা যান। সাড়ে আটটার দিকে আহত আরও দুই নারীর মৃত্যু হয়। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, হতাহতরা সবাই নসিমনের যাত্রী। পুলিশ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, ট্রাক ও নসিমন আটক করা হয়েছে। চালকদের পাওয়া যায়নি। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ওই নারীরা সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার মধুপুর, বিত্তিপাড়া ও লক্ষ্মীপুর থেকে বিএটি কারখানায় কাজ করতে যান। ভাদালিয়া এলাকায় পৌঁছানোর পর শ্রমিকদের নামানোর জন্য নসিমনটি সড়কের পাশে দাঁড় করানো হয়। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন নারী শ্রমিকের মৃত্যু হয়। 

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক