যশোর জেলা গোয়েন্দা (ডিবি ) পুলিশ ৮টি ককটেলসহ তিন তরুণকে আটক করেছে। বুধবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারের পেছন থেকে তাদের আটক করা হয়। ডিবির এসআই বিপ্লব রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ওই দিন তরুণ হলো—রাসেল (২০), রানা (১৯) ও নুরন্নবী (২০)। রাসেল শহরের ঘোপ সেন্ট্রাল রোড, রানা ঘোপ জেল রোড ও নুরন্নবী ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা।
ডিবির এসআই বিপ্লব রায় জানান, তাদের কাছে খবর ছিল কয়েকজন বোমা নিয়ে শহরে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের খবরের ভিত্তিতে ঘোপ সেন্ট্রাল রোডে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারের পেছন থেকে আটটি তাজা ককটেলসহ তিনজনকে আটক করা হয়।
ডিবির ওসি মারুফ আহমেদ বলেন, ‘এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।’