X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

খুলনার করোনা হাসপাতালে মৃত্যুর পরই মিলছে বেড

খুলনা প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৫:৫৪আপডেট : ০৬ জুন ২০২১, ১৫:৫৪

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে সম্প্রতি শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। বেড়েছে আইসিইউ বেড। সংযোজন হয়েছে ১০টি এইচডিইউ বেড। করোনা আক্রান্তদের সুষ্ঠু সেবা দিতে এ চেষ্টা। তবে রোগীর চাপ সামলানো যাচ্ছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে কোনও রোগীর মৃত্যু না হলে নতুন রোগী বেড পাচ্ছেন না। অবস্থা সামাল দিতে করোনা হাসপাতালের দ্বিতীয় ইউনিট করার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (৫ জুন) খুলনা করোনা হাসপাতালে চার জনের মৃত্যু হয়। এর আগে, শুক্রবার সন্ধ্যায় মাত্র ৪০ মিনিটের ব্যবধানে মারা যান দুই জন। আবার রাত সাড়ে ১১টার পর মাত্র ২০ মিনিটের ব্যবধানে মৃত্যু হয় দুই জনের। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ।

জানা যায়, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০টি আইসিইউ, ১০টি এইচডিইউ এবং রেডজোন ও ইয়োলো জোনে ৭০টি বেড রয়েছে। গত ৩০ মে থেকে পূর্ণাঙ্গরূপে ১০০ বেড নিয়ে যাত্রা শুরু করে হাসপাতালটি। এর আগে আইসিইউ’র মাত্র ১০টি বেড ছিল। কিন্তু পূর্ণাঙ্গ ১০০ বেড নিয়ে যাত্রা শুরুর পর থেকেই রোগীর পরিমাণ ঊর্ধ্বমুখী।

করোনা হাসপাতালের প্রতিদিনকার চিত্রে দেখা যায়, ৫ জুন সকালে ছিল ১১৩জন রোগী, ৪ জুন ছিল ১১০ জন, ৩ জুন ছিল ১১৫ জন, ২ জুন ছিল ১০৯ জন এবং ১ জুন ছিল ৯৯ জন। অর্থাৎ ১০০ বেডের এ হাসপাতালে অতিরিক্ত ২০টি বিছানা দিয়েও রোগীদের ঠাঁই দেওয়া যাচ্ছে না।

করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, কালিয়ার এক রোগী ৩১ মে ভর্তি হয়ে ৪ জুন ভোর ছয়টায় মারা যান। এছাড়া শরণখোলার একজন ৪ জুন ভর্তি হয়ে ৫ জুন সকালে, মোড়েলগঞ্জের এক রোগী ২৮ মে ভর্তি হয়ে ৫ জুন দুপুরে, খুলনা নগরীর রায়পাড়ার একজন ৫ জুন ভর্তি হয়ে ওইদিনই মৃত্যুবরণ করেন। অন্যদিকে যশোরের ঝিকরগাছার এক নারী রোগী ৪ জুন রাতে ভর্তি হয়ে ওই রাতে এবং নগরীর দৌলতপুরের এক রোগী ২৯ মে ভর্তি হয়ে ৪ জুন মৃত্যুবরণ করেন।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, ৫ জুন খুলনা ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষার পর ৪৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনারই ছিল ৩৯ জন। বাকি ১০ জনের মধ্যে বাগেরহাটের ৯ জন এবং বরিশালের ছিলেন একজন। এর আগের দিন ৩ জুন ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়। যার শতকরা হার ছিল ২৯ ভাগ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, বিভাগের ১০ জেলায় ৫ জুন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭৪২ জন, সুস্থ হয়েছেন ৩১ হাজার ৭৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৬৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতরের দৈনন্দিন করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, খুলনা বিভাগে ৫ জুন ছয় জন, ৪ জুন চার জন, ৩ জুন তিন জন, ২ জুন পাঁচ জন এবং ১ জুন তিন জনের মৃত্যু হয়।

 

/টিটি/
সম্পর্কিত
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
সর্বশেষ খবর
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট