X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

খুলনা বিভাগে শনাক্ত ৪০ হাজার ছাড়ালো, মৃত্যু ৭২৬

খুলনা প্রতিনিধি
১৪ জুন ২০২১, ২২:৩৯আপডেট : ১৪ জুন ২০২১, ২২:৩৯

খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের হার বেড়েই চলেছে। বিভাগের ১০ জেলায় করোনা শুরু থেকে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২২৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭২৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিভাগের মধ্যে শীর্ষ রয়েছে খুলনা জেলা। আর গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৩ জনের, মারা গেছেন একজন। এর মধ্যে নগরীতে শনাক্ত হন ১১৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের এ হার শতকরা ৩৪ ভাগ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, ‘দিন দিন খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিভাগের শীর্ষে থাকা খুলনা জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ১৯৪ জন। শনাক্তের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে যশোর। এ জেলায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৯৭ জন, মারা গেছেন ৬৪ জন। আর মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও শনাক্তে তৃতীয় স্থানে রয়েছে কুষ্টিয়া। এই জেলায় আক্রান্ত ৫ হাজার ৬৪৪ জন এবং মারা গেছেন ১৩২ জন। স্বাস্থ্যবিধি না মানার কারণে দিনকে দিন সংক্রমণ পরিস্থিতি অবনতি হচ্ছে।’

খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদফতরের সূত্র মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে ১৪ জুন সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় করোনা সংক্রমিত হয়েছে ৪০ হাজার ২২৮ জনের। এর মধ্যে খুলনা জেলায় করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৫৪ জন, মারা গেছেন ১৯৪ জন; বাগেরহাটে শনাক্ত ২ হাজার ২০৯ জন, মৃত্যু ৫৭; চুয়াডাঙ্গায় শনাক্ত ২ হাজার ২৭৯, মৃত্যু ৬৪ জন; যশোরে শনাক্ত ৮ হাজার ২৯৭ জন, মৃত্যু ৯১ জন; ঝিনাইদহে শনাক্ত  ৩ হাজার ১২০ জন, মৃত্যু ৫৮ জন; কুষ্টিয়ায় শনাক্ত ৫ হাজার ৬৪৪, মৃত্যু ১৩২ জন; মাগুরায় শনাক্ত এক হাজার ৩৩২ জন, মৃত্যু ২৩; মেহেরপুরে শনাক্ত এক হাজার ১৮৪, মৃত্যু ২৭; নড়াইলে শনাক্ত ২ হাজার ৭৭ জন, মৃত্যু ২৮ জন এবং সাতক্ষীরায় শনাক্ত ২ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন ৫২ জন।

খুলনা সিভিল সার্জন দফতর থেকে জানা যায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনা জেলায় করোনা নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। এর মধ্যে পুরুষ আক্রান্ত ১০৫ জন ও নারী রয়েছে ৫৮ জন। এ সময়ে নগরীর এক বাসিন্দা করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আক্রান্তদের মধ্যে খুলনা মহানগরীর বাসিন্দা রয়েছেন ১১৬ জন। এছাড়া উপজেলার মধ্যে দাকোপে ৪ জন, বটিয়াঘাটায় ৬ জন, রূপসায় ১ জন, তেরখাদায় ৫ জন, দিঘলিয়ায় ৪ জন, ফুলতলায় ১১ জন, ডুমুরিয়ায় ১ জন, পাইকগাছায় ১০ এবং কয়রায় ৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট করোনা শনাক্ত ১১ হাজার ৯১৭ জন এবং মৃত্যু হয়েছে ১৯৪ জনের।

/এমএএ/
সম্পর্কিত
করোনা আক্রান্ত অর্থমন্ত্রী সুস্থ আছেন
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক