X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

খুলনা বিভাগে শনাক্ত ৪০ হাজার ছাড়ালো, মৃত্যু ৭২৬

খুলনা প্রতিনিধি
১৪ জুন ২০২১, ২২:৩৯আপডেট : ১৪ জুন ২০২১, ২২:৩৯

খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের হার বেড়েই চলেছে। বিভাগের ১০ জেলায় করোনা শুরু থেকে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২২৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭২৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিভাগের মধ্যে শীর্ষ রয়েছে খুলনা জেলা। আর গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬৩ জনের, মারা গেছেন একজন। এর মধ্যে নগরীতে শনাক্ত হন ১১৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের এ হার শতকরা ৩৪ ভাগ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, ‘দিন দিন খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিভাগের শীর্ষে থাকা খুলনা জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ১৯৪ জন। শনাক্তের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে যশোর। এ জেলায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৯৭ জন, মারা গেছেন ৬৪ জন। আর মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও শনাক্তে তৃতীয় স্থানে রয়েছে কুষ্টিয়া। এই জেলায় আক্রান্ত ৫ হাজার ৬৪৪ জন এবং মারা গেছেন ১৩২ জন। স্বাস্থ্যবিধি না মানার কারণে দিনকে দিন সংক্রমণ পরিস্থিতি অবনতি হচ্ছে।’

খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদফতরের সূত্র মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে ১৪ জুন সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় করোনা সংক্রমিত হয়েছে ৪০ হাজার ২২৮ জনের। এর মধ্যে খুলনা জেলায় করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৫৪ জন, মারা গেছেন ১৯৪ জন; বাগেরহাটে শনাক্ত ২ হাজার ২০৯ জন, মৃত্যু ৫৭; চুয়াডাঙ্গায় শনাক্ত ২ হাজার ২৭৯, মৃত্যু ৬৪ জন; যশোরে শনাক্ত ৮ হাজার ২৯৭ জন, মৃত্যু ৯১ জন; ঝিনাইদহে শনাক্ত  ৩ হাজার ১২০ জন, মৃত্যু ৫৮ জন; কুষ্টিয়ায় শনাক্ত ৫ হাজার ৬৪৪, মৃত্যু ১৩২ জন; মাগুরায় শনাক্ত এক হাজার ৩৩২ জন, মৃত্যু ২৩; মেহেরপুরে শনাক্ত এক হাজার ১৮৪, মৃত্যু ২৭; নড়াইলে শনাক্ত ২ হাজার ৭৭ জন, মৃত্যু ২৮ জন এবং সাতক্ষীরায় শনাক্ত ২ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন ৫২ জন।

খুলনা সিভিল সার্জন দফতর থেকে জানা যায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনা জেলায় করোনা নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। এর মধ্যে পুরুষ আক্রান্ত ১০৫ জন ও নারী রয়েছে ৫৮ জন। এ সময়ে নগরীর এক বাসিন্দা করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আক্রান্তদের মধ্যে খুলনা মহানগরীর বাসিন্দা রয়েছেন ১১৬ জন। এছাড়া উপজেলার মধ্যে দাকোপে ৪ জন, বটিয়াঘাটায় ৬ জন, রূপসায় ১ জন, তেরখাদায় ৫ জন, দিঘলিয়ায় ৪ জন, ফুলতলায় ১১ জন, ডুমুরিয়ায় ১ জন, পাইকগাছায় ১০ এবং কয়রায় ৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট করোনা শনাক্ত ১১ হাজার ৯১৭ জন এবং মৃত্যু হয়েছে ১৯৪ জনের।

/এমএএ/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৬ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল