X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এবার তামান্নার সঙ্গে দেখা করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

তৌহিদ জামান, যশোর
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৯

যশোরের ঝিকরগাছার অদম্য মেধাবী তামান্না নূরার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার সঙ্গে দেখা করতে খুব শিগগিরই তিনি যশোরে আসবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তার সঙ্গে প্রায় ১২ মিনিট কথা বলেন শিক্ষামন্ত্রী।তামান্নার বাবা রওশন আলী বিষয়টি জানিয়েছেন। এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তামান্না নূরার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রওশন আলী বলেন, মঙ্গলবার সকালে যশোরের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা দেওয়ার জন্য তামান্নাকে আমন্ত্রণ জানায়। সকাল ১০টা ২৫ মিনিটে তামান্না যখন ওই পত্রিকা অফিসে অবস্থান করছিল, সে সময় ফোন দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী প্রথমে ভালো ফলাফলের জন্য তামান্নাকে অভিনন্দন জানান। এরপর বলেন, ‘মানবতার মা জননেত্রী শেখ হাসিনা তোমার জন্য সবকিছুই করবেন। সব ধরনের সহায়তা দেবেন।’

রওশন আলী বলেন, আলাপকালে শিক্ষামন্ত্রী তামান্নাকে জিজ্ঞেস করেন, সে কোন বিষয়ে পড়তে আগ্রহী। উত্তরে তামান্না জানায়, সে ডাক্তারি পড়তে চেয়েছিল। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার জন্য মেডিক্যালে পড়ার সুযোগ পাচ্ছে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো কোনও বিষয় নিয়ে পড়ার আগ্রহের কথা শিক্ষামন্ত্রীকে জানায় তামান্না।

আরও পড়ুন: সেই তামান্নাকে ফোন দিলেন প্রধানমন্ত্রী, বললেন ‘তুমি কাঁদছো কেন’ 

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী তামান্নাকে বলেছেন, সে যেন মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে। এই বিষয়টি তার জন্যে ভালো হবে। এতে সায় দিয়েছে তামান্না। প্রায় ১২ মিনিট আলাপকালে শিক্ষামন্ত্রী শিগগিরই ঝিকরগাছায় গিয়ে তামান্নার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন বলে রওশন আলী জানান।

তিনি বলেন, যেহেতু শিক্ষামন্ত্রী আসছেন, সে কারণে তামান্না তার সঙ্গে মুখোমুখি আলাপ করেই পড়াশোনার বিষয় নির্বাচন করতে চেয়েছে।

তামান্না নূরা বলেন, ‘সকালে আমাকে ফোন দিয়েছেন শিক্ষামন্ত্রী। দীর্ঘ সময় কথা বলেছেন। তিনি বলেছেন, আমার সঙ্গে দেখা করতে আসবেন।’

ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তামান্না। বাঁ পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছেন তিনি। একইভাবে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি ঝিকরগাছার আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন দম্পতির মেয়ে। তিন ভাইবোনের মধ্যে তামান্না বড়। দুই হাত ও এক পা নেই তার। শুধু বাঁ পা নিয়ে জন্ম নেওয়া তামান্না প্রতিবন্ধকতাকে জয় করেছেন। 

এদিকে, যশোরের ব্যবসায়ী এজাজ উদ্দীন টিপু সকালে যশোরের স্থানীয় পত্রিকা দৈনিক কল্যাণ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে তামান্নার পড়াশোনার যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন। একই সঙ্গে তার হাতে নগদ অর্থও তুলে দেন তিনি।

যশোরের জেলা প্রশাসক বলেন, আসলে অদম্য মেধাবী  তামান্না তো এখন তারকা হয়ে গেছে। গতকাল প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন। তবে আজ শিক্ষামন্ত্রী ফোন দেওয়ার বিষয়টি আমার জানা নেই। শিক্ষামন্ত্রী এলে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

/এএম/ /এসএইচ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
এইচএসসি পরীক্ষা ৩০ জুন থেকে, সূচি প্রকাশ
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী