X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ভোটে জয়ের সাড়ে ৩ মাস পর প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত

যশোর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৬

প্রতিপক্ষের ছুরির আঘাতে যশোরের চৌগাছায় ঠান্ডু বিশ্বাস (৫০) নামে এক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার পাতিবিলা বাজারে হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেটের পাশে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।

নিহত ঠান্ডু বিশ্বাস পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য। এ ঘটনায় উভয়পক্ষের আরও দুই জন আহত হয়েছেন।

নিহতের ছেলে পিংকু বিশ্বাস দাবি করেন, তার বাবা সন্ধ্যায় পাতিবিলা বাজারে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় নির্বাচনে পরাজিত রুহুল আমীনের ছেলে টিটোর নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে তার বাবার ওপর হামলা চালান। সেখানে তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন।

এ সময় মমিনুল ও হামিদ নামে আরও দুই জন আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় ঠান্ডু বিশ্বাস ও মমিনুলকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ঠান্ডু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুরসালিনুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ঠান্ডু বিশ্বাসের মৃত্যু হয়েছে। পেটে জখমের কারণে তার নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র ইন্সপেক্টর রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থলে এসেছি। আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে। নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর পাতিবিলা ইউনিয়নে ভোট হয়। ওই ভোটে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন ঠান্ডু বিশ্বাস। নির্বাচনে জয়ের প্রায় সাড়ে তিন পর প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হলেন।

/এফআর/
সম্পর্কিত
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
মুন্সীগঞ্জের ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
সীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের