X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিএসএফের অস্ত্র খোয়া যাওয়ার অভিযোগ, ভোমরায় আমদানি-রফতানি ৩ ঘণ্টা বন্ধ 

সাতক্ষীরা প্রতিনিধি
১০ মে ২০২২, ২০:৩১আপডেট : ১০ মে ২০২২, ২০:৪৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অস্ত্র খোয়া যাওয়ার অভিযোগে মঙ্গলবার (১১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বন্ধ ছিল ভোমরা স্থলবন্দরের কার্যক্রম।  

বিএসএফের দাবি, তাদের একটি অস্ত্র হারিয়ে গেছে। অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সীমান্তের বিজিবির সহযোগিতা চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

তবে বিজিবির দাবি, ভারতীয় ট্রাকচালক ও বাংলাদেশি ট্রাকচালকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় দেশের আমদানি-রফতানি কার্যক্রম তিন ঘণ্টা বন্ধ ছিল। 

ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার আমির আল মামুন বলেন, সকাল থেকেই সব ধরনের আমদানি রফতানি বন্ধ থাকার পর বেলা ১টা থেকে সব স্বাভাবিক হয়। বিএসএফ ভোমরা বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা সীমান্তের গেট বন্ধ করে দেওয়ায় পণ্যবাহী ট্রাক আটকে যায়। তারা জানিয়েছে, তাদের অস্ত্র হারিয়ে গেছে। সেটি উদ্ধারের জন্য বেলা ১টা পর্যন্ত তারা সব ধরনের কার্যক্রম বন্ধ রাখে।

তিনি আরও বলেন, ভারতীয় এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শতাধিক পন্যবাহী ট্রাক অপেক্ষায় ছিল। প্রতিদিন ভোমরা বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার রাজস্ব আদায় হয়। যদি আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক না হতো তাহলে আড়াই কোটি টাকার রাজস্ব হারাতো সরকার।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, বিএসএফ দাবি করেছে তাদের এক নারী ফোর্সের  অস্ত্র হারিয়ে গেছে। এ ধরনের একটা তথ্য তারা আমাদের দিয়েছে। বর্তমানে বিএসএফ ওদের বর্ডারে সার্চ অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেছে। কিছু লোক বাংলাদেশ থেকে সেখানে গিয়েছে এমন তথ্য তাদের কাছে থাকতে পারে। তবে আমাদের কাছে সে তথ্য দেয়নি।

তিনি আরও বলেন, আমাদের সীমান্ত এলাকায় আমরা অস্ত্রটি উদ্ধারের জন্য চেষ্টা করেছি। তবে অস্ত্রটা যে বাংলাদেশের লোক নিয়েছে এর কোনও তথ্য মেলেনি।

তবে লে. কর্নেল আল মাহমুদ দাবি করেন, ভারতীয় এক ট্রাকচালকের সঙ্গে বাংলাদেশি এক ট্রাকচালকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে (গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে) উভয়দেশের আমদানি-রফতানি কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়।

 

/টিটি/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
প্রথমবার পণ্য নিয়ে বাংলাদেশে ভারতের নারী ট্রাকচালক
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী