X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রেম করে বিয়ে, এক বছরে দুজনই লাশ

মেহেরপুর প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১৭:৩৫আপডেট : ০৭ জুন ২০২২, ১৭:৪৬

প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন সাগর হোসেন (১৮) ও চামেলী খাতুন (১৬)। বিয়ের পর সংসার জীবন ভালো কাটলেও মঙ্গলবার (৭ জুন) দুপুরে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় এই দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুরের গাংনী উপজেলার দিঘলকান্দি গুচ্ছগ্রামে চামেলীর বাবার ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাগর হোসেন মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের ইকতার আলীর ছেলে ও চামেলী গাংনী উপজেলার দিঘলকান্দি গ্রামের কালু মণ্ডলের মেয়ে। তবে এখনও মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেনি পরিবার ও পুলিশ।

জানা গেছে, এক বছর আগে তাদের বিয়ে হয়। চামেলী বেশ কয়েক দিন ধরে বাবার বাড়িতে আছেন। সোমবার গভীর রাতে বাবার সঙ্গে দ্বন্দ্ব করে শ্বশুরবাড়িতে আসেন সাগর। দুপুরের দিকে সাগর ও চামেলী মায়ের কাছে রুটি খাওয়ার আবদার করে। বাড়িতে আটা না থাকায় দোকানে যান চামেলীর মা হাফিজা খাতুন। ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে দুজনকে একই ওড়নায় ঝুলে থাকতে দেখেন। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

হাফিজা খাতুন বলেন, ‘সকাল থেকেই জামাই ও মেয়ে বেশ হাসিখুশি ছিল। আত্মহত্যা করার মতো কোনও কারণই নেই। কেন তারা আত্মহত্যা করলো কিছুই আঁচ করতে পারছি না।’ তবে অনেক আগে থেকেই সাগর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেন শাশুড়ি।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ এখনও চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
লেকে ভাসছিল ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক