X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ড্রেনের নিচে কাঁদছিল ৩ কিশোর, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

যশোর প্রতিনিধি
০৮ জুন ২০২২, ২৩:২৮আপডেট : ০৮ জুন ২০২২, ২৩:২৮

পথচারীর দায়িত্ববোধ আর ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত তৎপরতায় প্রাণ রক্ষা পেলো তিন কিশোরের। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ড্রেনে আটকা পড়া ওই তিন কিশোরকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার বিকালে যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার তিন কিশোর হলো- যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে নিরব (১৪), একই এলাকার শুকুর আলীর ছেলে নয়ন হোসেন (১৩) ও একই এলাকার নূর ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৬)।

যশোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুর রহমান বলেন, ‌‘যশোর শহরের রেলগেট তেঁতুলতলা থেকে খালিদ হাসান নামে এক পথচারী বুধবার বিকাল সোয়া ৩টায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার সহায়তা চেয়ে অনুরোধ জানান। পথচারী জানান, ড্রেনের ভেতর তিন কিশোর আটকা পড়েছে। তাদের কান্না ও বাঁচাও-বাঁচাও চিৎকার শুনতে পান তিনি। পরে ড্রেনের ছিদ্র দিয়ে কান্নারত এক কিশোরকে দেখতে পেয়েছেন। তার কাছ থেকে জানতে পেরেছেন ড্রেনের ভেতরে আরও দুই কিশোর রয়েছে।’

ঢালাই করা ড্রেনের কংক্রিট স্ল্যাব কেটে কিশোরদের উদ্ধার করা হয়

৯৯৯ নম্বরে কল পেয়ে রিসিভ করেন কনস্টেবল ফাতেমা আক্তার। তিনি তাৎক্ষণিক যশোর ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানান। পরবর্তী সময়ে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। ড্রেনে নামার কোনও পথ না থাকায় ঢালাই করা ড্রেনের কংক্রিট স্ল্যাব কেটে প্রথমে এক কিশোরকে উদ্ধার করা হয়। এরপর ওই স্থান থেকে কিছুটা দূরে আরও দুই কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।’

আশরাফুর রহমান আরও বলেন, ‘ড্রেনের উচ্চতা সাত ফুট, প্রস্থ তিন ফুট এবং দৈর্ঘ্য দুই কিলোমিটার। তিন কিশোর মাছ ধরার জন্য ড্রেনে নেমেছিল। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়ে ড্রেনের ভেতর পথ হারিয়ে ফেলে।’

যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, ‘ড্রেনের ঢাকনা বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতি ছিল। এজন্য কিশোররা কিছুটা অসুস্থ হয়ে পড়ে। উদ্ধারের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সুস্থবোধ করলে কিশোরদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’

/এএম/
সম্পর্কিত
রাখাইনে পাচারকালে ৭৪২ বস্তা সারসহ ১১ পাচারকারী আটক
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে মাদকদ্রব্য উদ্ধার, অভিযুক্ত ৪
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার