X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ: এমপি নাবিল

যশোর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ২১:২৮আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২২:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, একসময় কৃষকরা সার চাইতে গেলে গুলি করে মারা হতো। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠনের পর দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যে আমরা এগিয়ে গেছি। তাই বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ।

বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় যশোর সদরের ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউপি চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিশ্বে করোনা মহামারির কারণে অর্থনৈতিক অবস্থা ভালো নেই। বিশ্বে লাখো মানুষ প্রাণ হারিয়েছে। ইংল্যান্ড-আমেরিকার মতো দেশও পর্যুদস্ত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে করোনা মোকাবিলা করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে নাবিল আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক সুযোগ-সুবিধামূলক কর্মসূচি চালু করেন। বিধবা ও দুস্থ ভাতা, ভিজিএফ কার্ডের ব্যবস্থা করেন। তার আমলে পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি ফেরে। আমি শুধু বলতে চাই, দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ।

এ সময় বিএনপি-জামায়াত জোটের সময় সন্ত্রাসবাদের উত্থান হয় উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের সময় আমরা স্লোগান শুনেছি বাংলা হবে আফগান। সারা দেশে সিরিজ বোমা হামলায় ৫০০ বোমার বিস্ফোরণ হয়। আমাদের নেতাকর্মীসহ বহু মানুষ হতাহত হন। ২১ আগস্টের গ্রেনেড হামলায় আইভী রহমানসহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী মারা যান। সে সময় অল্পের জন্য প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা বেঁচে যান। এসব ঘটনা বাংলার মানুষ মেনে নিতে পারেনি। তারা ভোটের মাধ্যমে জবাব দিয়েছেন।

বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান এমপি নাবিল আহমেদ। তিনি বলেন, যশোরসহ দেশের প্রতিটি জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে যশোরের ছয়টি আসনেই আওয়ামী লীগ জয়লাভ করবে। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
সব দলকে ডেকে আলোচনার টেবিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতো: এ্যানি
সর্বশেষ খবর
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
তারকাদের মা দিবস…
তারকাদের মা দিবস…
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ