X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ইউপি পরিষদে হামলার অভিযোগ

যশোর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ১৯:২৩আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৯:২৩

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ইউপি চেয়ারম্যান রাজু আহমেদের গাড়িসহ ১০টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় দলের পাঁচ কর্মীকে মারধর এবং ১৫ আগস্ট উপলক্ষে সাঁটানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এর প্রতিবাদে শনিবার (২৭ আগস্ট) বিকালে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর সদরের রূপদিয়া বাজারে তাণ্ডব চালানো হয়। বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানের গাড়ি, একটি প্রাইভেটকারসহ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। সেইসঙ্গে আওয়ামী লীগের পাঁচ কর্মীকে মারধর এবং দলের ব্যানার-ফেস্টুন ছিঁড়েছে তারা। শান্ত যশোরকে বিএনপি অশান্ত করার চেষ্টা করছে।’

সংবাদ সম্মেলনে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘আগস্ট মাস এলেই বিএনপি-জামায়াতের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এই মাসে জাতির পিতাসহ তার পরিবারের সদস্য, ১৭ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত-আহতদের জন্য যখন আমরা যশোরে দোয়া-মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছি, ঠিক তখন যশোরকে অশান্ত করার চেষ্টা করছে বিএনপি। সহ-অবস্থানের রাজনীতির যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা আমরা পালন করছি।’

বিকাল ৩টার দিকে শহরের গাড়িখানা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ

তিনি বলেন, ‘শান্ত যশোরকে অশান্ত করার জন্য বিএনপি যে পেশিশক্তি ব্যবহারের রাজনীতি শুরু করেছে, তা শান্ত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রবিবার থেকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও দেখবে যশোরে কোথায় কোথায় অশান্তি সৃষ্টি করে বিএনপি। তাদের শান্ত করতে যা যা করা লাগে আমরা তাই করবো।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদি হাসান, দফতর সম্পাদক হাফিজুর রহমান। এর আগে বিকাল ৩টার দিকে শহরের গাড়িখানা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান। 

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের দফতর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, পৌর কাউন্সিলর রাজিবুল আলম, সাহিদুর রহমান রিপন, জেলা যুবলীগের কোষাধ্যক্ষ ফিরোজ আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, শহর আওয়ামী লীগের নেতা শাহাজাহান কবির শিপলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

/এএম/
সম্পর্কিত
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
সর্বশেষ খবর
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে