X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

খুবিতে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ৩৩৫ কোটি টাকার অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ে শহীদ তাজউদ্দিন আহমদ ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সশরীরে এবং অনলাইনে মিশ্র অংশগ্রহণে অনুষ্ঠিত সভার শুরুতে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য, আর্থিক অগ্রগতি, প্রকল্পের অঙ্গভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ড. মো. হাসানুজ্জামান।

সভায় অগ্রগতি পর্যালোচনায় দেখা যায়— ১১তলা আবাসিক ভবন নির্মাণ কাজের চুক্তির পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করতে অনাগ্রহের ফলে ভবনটির  কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। এ ক্ষেত্রে নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টিও আলোচনায় স্থান পায়। ভবনটি ছাড়া প্রকল্পের অন্য সবক্ষেত্রে কাজের গতি ফিরে আসায় এবং নতুন উপাচার্যের নেতৃত্ব ও পদক্ষেপে প্রকল্পের সবদিকে মনিটরিং জোরদার হওয়ায় প্রতিনিধিদলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধিরা প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অভিমত প্রদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা) মুহাম্মদ জহুরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাজিয়া ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব (বাজেট-২) মো. তারিকুল ইসলাম খান, পরিকল্পনা কমিশনের (একনেক অধিশাখা) উপ-প্রধান নিশাত জাহান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাহিদ উল মোস্তাক, শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি-র পরিকল্পনা শাখার উপসচিব বেগম আসমা নাসরীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শিবানন্দ শীল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আকরাম আলী খান উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প তদারকি কমিটির সভাপতি প্রফেসর ড. খো. মাহফুজ-উদ-দারাইন, সহকারী অধ্যাপক মাহমুদ-উজ-জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আবদুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবুল বাশার এবং উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধিদলের সদস্যরা চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

/এমএস/
সম্পর্কিত
খুবি শিক্ষকের ওপর হামলাকারী সাবেক শিক্ষার্থীর সনদ স্থগিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
মীর মুগ্ধদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে: মৎস্য উপদেষ্টা
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ