X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বেনাপোল চেকপোস্ট থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ‘নিখোঁজ’

বেনাপোল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯

বেনাপোল চেকপোস্ট থেকে বিভূতি মোহন সরকার (৫৩) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ‘নিখোঁজ’ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। ঘটনার এক দিন পার হয়ে গেলেও তার খোঁজ মেলেনি উল্লেখ করে পরিবার বলছে, এই শিক্ষক প্যারালাইসিসে ভুগছিলেন, তার মানসিক ভারসাম্যও ঠিক ছিল না।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে পাসপোর্ট যোগে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তিনি ‘নিখোঁজ’ হন। এ সময় সঙ্গে থাকা তার স্ত্রী অনেক খোঁজাখুঁজির পরও তাকে পায়নি। 

বিভূতি মোহন সরকার মাগুরা সদর থানার নান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের মৃত নবকুমার সরকারের ছেলে। (তার পাসপোর্ট নম্বর ইজে-০০৬৩৪৭৮)। ‘নিখোঁজ’ হওয়ার সময় তার পরনে ছিল সাদা হাফ শার্ট, কালো ফুল প্যান্ট এবং হাতে একটি লাঠি ছিল।

বিভূতি মোহন সরকারের স্ত্রী ববিতা রানী বিশ্বাস জানান, শুক্রবার বিকালে তার স্বামীকে নিয়ে ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন। দুই জনই বাংলাদেশ ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি তার অসুস্থ্য স্বামীকে এক জায়গায় বসিয়ে রেখে করোনা পরীক্ষার ভ্যাকসিনের কাগজ দেখাতে যান। কিছুক্ষণ পরে এসে সে তার স্বামীকে আর খুঁজে পাননি।

অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্মকর্তাদের সহযোগিতায় সিসি ক্যামেরা চেক করে দেখেন তার স্বামী পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তিনি আবার বাংলাদেশের দিকে চলে এসেছেন। তিনি (ববিতা) সন্ধ্যায় দেশে ফিরে এসে অনেক খোঁজাখুজির পরও তার স্বামীকে না পেয়ে নিকট আত্মীয়দের খবর দেন। তাদের সহযোগিতায় বেনাপোল পোর্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বেনাপোল ইমিগ্রেশনে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা যায় নিখোঁজ বিভূতি মোহন সরকার বাংলাদেশে ফিরে এসেছেন। তাকে কোথাও দেখা গেলে ০১৭১৫-৬৪৭৪২১ এবং ০১৮৬৬-৩৬৪৫২১ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একজন পাসপোর্ট যাত্রী নিখোঁজের ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশের একটি টিম কাজ করছে।

/ইউএস/
সম্পর্কিত
১৫ দিন ধরে নিখোঁজ বৃদ্ধ আবু তাহের, সন্ধান চায় পরিবার
৬৩ বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন, অবশেষে মিললো সন্ধান
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
সর্বশেষ খবর
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
বন্ধ করা হবে আওয়ামী লীগসংশ্লিষ্ট সব অনলাইন পেজ
বন্ধ করা হবে আওয়ামী লীগসংশ্লিষ্ট সব অনলাইন পেজ
ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন
ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ