X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিশুরা শিখছে আনন্দে, হতে পারে রোল মডেল

এস এম সামছুর রহমান, বাগেরহাট
০২ অক্টোবর ২০২২, ১২:০০আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১২:০০

বাড়ি গিয়ে নয় আনন্দ আয়োজনে পড়ালেখা চলছে বিদ্যালয়ের ভেতরেই। বিভিন্ন উপকরণের মাধ্যমে উজ্জীবিত করে শেখানো হয় শিক্ষার্থীদের। বেশ কিছু উদ্যোগের কারণে ব্যতিক্রমী হয়ে ওঠেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুদের আকর্ষণ করতে সেখানে রয়েছে— দোলনা, প্রাণি জাদুঘর, দৃষ্টিনন্দন ফোয়ারা, অ্যাকুরিয়াম, বাগানসহ বিভিন্ন খেলার সামগ্রী। রয়েছে শহীদ মিনার, বিভিন্ন মানচিত্র, সুসজ্জিত শ্রেণিকক্ষ, মহানুভবতার দেয়াল। পাশাপাশি বিদ্যালয়জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন মনিষীর ছবি আর শিক্ষণীয় বাণী।

নৈতিকতা, পড়াশোনা, শিক্ষাদান, উপস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যালয়টি। শিক্ষা কর্মকর্তারা বলছেন, এইভাবে সারাদেশে শিক্ষা ব্যবস্থা চালু হলে প্রাথমিক শিক্ষার মান বদলে যাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির শিক্ষা পদ্ধতি ও নিয়মনীতিতে রয়েছে কিছুটা ভিন্নতা। এর আগে উপজেলার ভিতর ফলাফল বিপর্যয়ে শীর্ষে থাকা বিদ্যালয়টিতে ২ বছর বন্ধ থাকে শিক্ষকদের বেতনবৃদ্ধি। ২০০৯ সালে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন মো. মনিরুজ্জামান। এরপর থেকেই বদলে যেতে থাকে বিদ্যালয়ের পরিবেশ, ফলাফল ও নিয়মনীতি। শিক্ষার্থীদের জন্য নেওয়া বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ।

শিশুরা শিখছে আনন্দে, হতে পারে রোল মডেল

সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে, সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় পাল্টে গেছে শিক্ষার পরিবেশ। সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত বিদ্যালয়টিতে শিশুদের আকর্ষণ করতে রয়েছে— দোলনা, সরাৎ, ঢেকিকল, প্রাণি জাদুঘর, ফুলের ও সবজি বাগান, দৃষ্টিনন্দন ফোয়ারাসহ বিভিন্ন খেলার সামগ্রী। রয়েছে বিদ্যালয়ের নামাঙ্কিত পাথরের ফলক, শহীদ মিনার, বিভিন্ন মানচিত্র, সুসজ্জিত শ্রেণিকক্ষ, মহানুভবতার দেয়াল, শিক্ষামূলক বিভিন্ন চার্ট, বিভিন্ন মনিষীর ছবি আর দেয়ালজুড়ে শোভা পাচ্ছে শিক্ষণীয় বাণী। আছে শেখ রাসেল স্মৃতি ডিজিটাল কম্পিউটার ল্যাব, ছাদে আকর্ষণীয় ফলদ গাছের সমাহার, বিভিন্ন প্রজাতির মাছের অ্যাকুরিয়াম। স্কুল শিক্ষার্থীরা প্রতিদিন পরিষ্কার করে তাদের ক্যাম্পাস ও বাগান।

বিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও শপথ বাক্য পাঠের পর ‘প্রতিদিন কিছু শিখি’ নামের বোর্ডের কাছে চলে যাবে শিক্ষার্থীরা। একটি শিক্ষণীয় বাক্য লেখা থাকে সেখানে। প্রত্যেকে বাক্যটি পড়ে শ্রেণিকক্ষে যাবে। শ্রেণিকক্ষের সামনে রয়েছে প্রত্যেক শিক্ষার্থীর ছবিসহ নাম, বাবা-মা’র নাম ও মোবাইল নাম্বার। কেউ অনুপস্থিত থাকলে শ্রেণিশিক্ষকের ফোন চলে যাবে অভিভাবকের কাছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান তার কক্ষে বসেই স্কুলের বিভিন্ন স্থানে বসানো সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পান।

শিক্ষার্থী খাদিজা আক্তার মিতু বলেন, বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি অনেক খেলার সামগ্রী আছে। তাছাড়া শিক্ষকরা আদর করে মা বলে ডেকে তাদের লেখাপড়া করান। তাই প্রতিদিনই সে বিদ্যালয়ে আসে।

শিশুরা শিখছে আনন্দে, হতে পারে রোল মডেল

শিক্ষার্থী ইসমাইল হোসেন মিরাজ জানায়, বিদ্যালয়টি কত ভালো তা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রতিদিন বিদ্যালয়ে না আসলে ভালো লাগে না। বিভিন্ন শিক্ষা সামগ্রীর মাধ্যমে এখানে পড়ালেখা করানো হয়।

ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতি খাতুন জানায়, সে আগে ঢাকার একটি বিদ্যালয়ে লেখাপড়া করতো। বাবা-মা তাকে গ্রামে এনে স্কুলে ভর্তি করবে, শুনে মন খারাপ হয়ে গিয়েছিল। শহরের পরিবেশ আর গ্রামের লেখাপড়া কী এক হবে— এই ভাবনা ছিল। কিন্তু এই বিদ্যালয়ে এসে সেই ধারনা পাল্টে যায়। গ্রামেই শহরের চেয়ে ভালো পরিবেশে সে লেখাপড়া করছে।

শুধু খাদিজা বা মিরাজ নয়, বিদ্যালয়ের শিশু থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পছন্দের স্কুল জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সহকারী শিক্ষক উম্মে কুলছুম জানান, আমি বিভিন্ন বিদ্যালয়ে আগে শিক্ষাকতা করেছি। তাছাড়া অনেক বিদ্যালয় দেখেছি। কিন্তু জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এমন সুন্দর পরিবেশ আমি আগে দেখিনি। স্কুলের ভেতরের-বাইরের পরিবেশ, শিক্ষা উপকরণ, প্রধান শিক্ষকের স্কুল পরিচালনার কৌশল সম্পূর্ন ব্যতিক্রম।

অভিভাবক বিপ্লব শিকদার বলেন, শুধু বিদ্যালয় না, এটি যেন খেলার মাঠ। ছেলে এখন বাড়িতেই থাকতে চায় না, এমন কি শুক্র-শনিবারও স্কুলে আসতে চায়। প্রতিদিন নীতিবাক্য পড়ার মাধ্যমে তাদের মধ্যে ভালো বোধ তৈরি হচ্ছে।

শিশুরা শিখছে আনন্দে, হতে পারে রোল মডেল

মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলিম হাওলাদার বলেন, প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়েছে দক্ষিণাঞ্চলজুড়ে। বিদ্যালয়টি আমার ইউনিয়নে অবস্থিত— তাই অনেক ভাল লাগে। বিদ্যালয়টিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি।

জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, দায়বদ্ধতার জায়গা থেকে এলাকাবাসীকে সম্পৃক্ত করে ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করা হয়েছে। ভালো কোনও কিছু করলে এলাকার মানুষ অবশ্যই সহায়তা করেন। শিক্ষার্থীদের সন্তানের মতো শিক্ষা দেওয়া হয়।

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম জানান, প্রধান শিক্ষকের সদিচ্ছা থাকলে যে একটি এলাকার পরিবর্তন হতে পারে— তার জলন্ত উদাহরণ জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকদের পরিদর্শনে এনে বিদ্যালয়টি অনুকরণ করতে বলা হবে।

শিশুরা শিখছে আনন্দে, হতে পারে রোল মডেল

একই আদলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা চালু হলে পাল্টে যাবে শিক্ষার পরিবেশ। শিশুরা নৈতিকতার শিক্ষা গ্রহণ করে বড় হয়ে প্রকৃত দেশপ্রেমিক হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

/এমএস/
সম্পর্কিত
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
বদলে গেছে সাগরপাড়ের ২১১টি প্রাথমিক বিদ্যালয়
আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি না থাকায় বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান বন্ধ
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!