X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘তিন জায়গা থেকে বিএনপির মনোনয়ন আসে’

মেহেরপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৩, ২০:৪৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২১:৩১

বিএনপিকে উদ্দেশ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘বিএনপির মনোনয়নের একটি লন্ডন, আরেকটি পল্টনের বিএনপি অফিস এবং অন্যটি গুলশানের খালেদা জিয়ার বাসা থেকে দেওয়া হয়েছে। পয়সা নিয়ে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের গাংনীতেও দুইটা, চুয়াডাঙ্গাতে দুইটা, কোথাও কোথাও তিনটা মনোনয়ন দিয়ে ব্যাপক মনোনয়ন বাণিজ্য করেছে। তাদের মনোনয়ন লন্ডন, পার্টি অফিস ও বাড়ি থেকে আসে।’

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় করণের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) প্রতিবার নির্বাচনে এসেছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য। আবারও ষড়যন্ত্র চলছে। তারা কখনও মুক্তিযুদ্ধের কোনও বিষয়কে সম্মান করে না। আলবদর, রাজাকার, আল শামস নিয়ে চলাফেরা করে। তারা গ্রেনেড হামলা করেছে। বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। আবার তারাই বড় বড় কথা বলছে।’

তিনি বলেন, ‘তারা দেশের ৫০০ জায়গায় বোমা হামলা করেছে। উদীচীর অনুষ্ঠানে, পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা করেছে। ২০০১ থেকে ২০০৬ সালে তাদের কর্মকাণ্ড দেখেছে মানুষ। যার জন্য এখন তারা জনগণের রোষানলে পড়েছে। এ কারণে জনগণ ২০০৯ সালে তাদেরকে মাত্র ৩০টা আসন দিয়েছিল। তারা বড় বড় কথা বলছে, মিথ্যাচার করছে, অপপ্রচার করছে।’

ফরহাদ হোসেন বলেন, ‘তারা বলেছিল, ১০ ডিসেম্বর সরকার পতন ঘটিয়ে দেবে। তাদের কী অর্জন ও অবদান আছে? তাদের অর্জন ২০০১ থেকে ২০০৬ সাল। যা মানুষ দেখেছে, মর্মে মর্মে উপলব্ধি করেছে। যার ফলে মাত্র ৩০টি আসন পেয়েছিল তারা। গত নির্বাচনে একটা আসনে ২/৩ জন করে মনোনয়ন দিয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভূপেষ রঞ্জন রায়, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।

/এফআর/
সম্পর্কিত
আ. লীগের দমন-পীড়ণ ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
সর্বশেষ খবর
আ. লীগের দমন-পীড়ণ ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
আ. লীগের দমন-পীড়ণ ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
গোপনে মজুত করে রাখা ৯০০ গ্যাস সিলিন্ডার উদ্ধার
গোপনে মজুত করে রাখা ৯০০ গ্যাস সিলিন্ডার উদ্ধার
ফ্রান্স: এক শতাব্দী পর সীন নদীতে সাঁতরানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার
ফ্রান্স: এক শতাব্দী পর সীন নদীতে সাঁতরানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম