X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

মাদক কারবারিদের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, ৫ বাড়িতে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১১

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে মঞ্জু মন্ডল (৫০) নামে একজন নিহত হয়েছেন। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পেয়ে প্রতিপক্ষের পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

নিহত মঞ্জু উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে। 

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার বিকালে বিলগাথুয়া গ্রামে দুই দল মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত মঞ্জু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার পক্ষের লোকজন প্রতিপক্ষ স্থানীয় ফরহাদ মালিথার ছেলে আশরাফুল ইসলাম মালিথা, তার ভাই মহিদুল মালিথা, তহিদুল মালিথা, কাজিম উদ্দিন ও চাঁন্দে মালিথার বাড়িতে আগুন দেয়।

স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল বলেন, ‘শুক্রবার পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত মঞ্জু মারা গেছেন। আসামিপক্ষের লোকজন পলাতক রয়েছে। মঞ্জু মারা যাওয়ায় বাদী পক্ষের লোকজন আসামিপক্ষের লোকজনদের বাড়িতে আগুন ধরিয়ে দেন এবং লুটপাট করেন। উভয়পক্ষ মাদক কারবারের সঙ্গে জড়িত।’

ভেড়ামারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘রবিবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পাঁচটি বাড়ি পুড়ে যায়।’

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’

/আরআর/
সম্পর্কিত
কুলখানির দাওয়াত খাওয়া নিয়ে হামলায় নিহত ১
সিট দখল নিয়ে সংঘর্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার
শাহবাগ থানার জব্দ করা যানবাহনে আগুন
সর্বশেষ খবর
‘সিকিউরিটি ফিচারে’ বড় পরিবর্তন, জানা যাবে ফোন খোয়া যাওয়ার সময়ও 
অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন‘সিকিউরিটি ফিচারে’ বড় পরিবর্তন, জানা যাবে ফোন খোয়া যাওয়ার সময়ও 
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে ৭ দিনের স্থিতাবস্থা
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে ৭ দিনের স্থিতাবস্থা
ব্রুনোকে রেখে দিতে চায় ম্যানইউ
ব্রুনোকে রেখে দিতে চায় ম্যানইউ
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা টিমের আন্তর্জাতিক স্বীকৃতি
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা টিমের আন্তর্জাতিক স্বীকৃতি
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ