X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ যুবক নিহত

যশোর প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ১০:০৯আপডেট : ০২ মার্চ ২০২৩, ১২:১০

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মণিরামপুরের হাজরাকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী মাসুদুর রহমান ওরফে রানা (২৫) এবং রুবেল শেখ (২৪)। রানা খুলনার ডুমুরিয়া উপজেলার নরদিয়া গ্রামের আইয়ুব মোল্যার ছেলে। আর রুবেল যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের সামাদ শেখের ছেলে।।

মোটরসাইকেলে থাকা আরেক তরুণ রাকিব মোড়ল (২১) গুরুতর আহত হয়েছেন। তিনি ডুমুরিয়া উপজেলার নরদিয়া গ্রামের আলী মোড়লের ছেলে। 

মণিরামপুর পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার রাতে একটি মোটরসাইকেলে তিন জন খুলনার ডুমুরিয়া উপজেলার নরদিয়া গ্রাম থেকে যশোর-চুকনগর সড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তারা মণিরামপুর সরকারি কলেজের পাশে হাজরাকাঠি এলাকায় পৌঁছায়। ওই সময় যশোর থেকে মণিরামপুরগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা রানা এবং রুবেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলে থাকা আহত রাকিবকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন, ‘মোটরসাইকেলকে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন গুরুতর আহত হন। আমরা আহত মোটরসাইকেল আরোহীকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/আরআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা
সর্বশেষ খবর
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…