বাগেরহাটের মোল্লাহাটে নিজের চিংড়ি ঘের থেকে দুলাল হালদার (৫৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার মাটিয়ারগাতী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। দুলাল ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে ঘেরে যান দুলাল। এরপর আর বাড়ি ফেরেননি। ভোরে স্ত্রী ঘেরে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই সৎকার করার আবেদন করায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।