X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘অসঙ্গতিপূর্ণ’ প্রদর্শন, শিক্ষকের দুঃখ প্রকাশ

নড়াইল প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১৬:৫৬আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৭:১১

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নড়াইলের লোহাগড়ার দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের এক শিক্ষার্থীর সাজ ‘অসঙ্গতিপূর্ণ’ হওয়ায় ওই স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। গত সোমবার (২৭ মার্চ) লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী এ কারণ দর্শানোর চিঠি দেন।

জানা গেছে, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন উপজেলা সদরের লক্ষীপাশা মোল্লার মাঠে এই অনুষ্ঠান আয়োজন করে। সেখানে অন্যান্য স্কুলের পাশাপাশি কিন্ডারগার্টেন দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলও অংশ নেয়। এ স্কুলের এক শিশু শিক্ষার্থীর প্রদর্শন করা ডিসপ্লেটি মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ’ ছিল না (ওই শিক্ষার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেজেছিল)। এ নিয়ে উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে ওই স্কুলের প্রধান শিক্ষক তসলিম উদ্দিনের কাছে ভিন্নধর্মী প্রদর্শনের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। তাকে পাঁচ কর্ম দিবসের মধ্যে লিখিত বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিতেও নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এই স্কুলের এক শিক্ষার্থীর ডিসপ্লেটি স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ার কারণ জানতে চেয়ে স্কুলের প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন বলেন, ‘আমরা মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি ডিসপ্লে প্রদর্শন করি। ডিসপ্লেটিতে শিশু শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বেগম রোকেয়া, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, রওশন এরশাদ, বিএনপি নেত্রী খালেদা জিয়া, নারী ফুটবলার-ক্রিকেটারসহ বেশ কয়েকজন বিশিষ্ট নারীর প্রতীকী সাজে ডিসপ্লে করে।’

কারণ দর্শানোর চিঠির সত্যতা নিশ্চিত করে স্কুলের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন বলেন, ‘স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মিটিংয়ে আমি অনুপস্থিত ছিলাম। তাই সঠিক নির্দেশনা আমার জানা ছিল না। সমাজে নারীদের ভূমিকা বোঝাতে এ ধরনের ডিসপ্লের আয়োজন করেছিলাম আমরা। আমি চিঠির ব্যাখ্যায় দুঃখ প্রকাশ করে পরে এমন ঘটনা ঘটবে না অঙ্গীকার করে জবাব দিয়েছি।’

লোহাগড়ার ইউএনও আজগর আলী জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস সম্পর্কিত ডিসপ্লে প্রদর্শন করার কথা থাকলেও দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুল অসঙ্গতিপূর্ণ ডিসপ্লে প্রদর্শন করায় ওই স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানো চিঠি দেওয়া হয়েছে। এর পর তিনি গত ২৯ মার্চ দুঃখ প্রকাশ করে পরে এমন কার্যকলাপ করবেন না বলে অঙ্গীকার করে চিঠির জবাব দিয়েছেন। বিষয়টি ক্ষমার চোখে দেখে নিষ্পত্তি করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি