X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নড়াইল হাসপাতালে চিকিৎসক সংকট, রোগীদের ভোগান্তি

সুলতান মাহমুদ, নড়াইল
০৩ এপ্রিল ২০২৩, ০৮:০০আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৮:০০

নড়াইল শহরের ভওয়াখালী এলাকার বাসিন্দা ৭৮ বছরের বৃদ্ধা মহিতোন নেসা গত ২০ মার্চ স্ট্রোক করেন। তাকে নেওয়া হয় নড়াইল আধুনিক সদর হাসপাতালে। কিন্তু সেখানে নিউরো বিশেষজ্ঞ না থাকায় ৬৫ কিলোমিটার দূরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নিতে বাধ্য হন স্বজনরা। সেখানে এক সপ্তাহ অবস্থান করে চিকিৎসা নিয়ে ফেরেন তিনি।

একই অভিযোগ নড়াইল শহরের বাসিন্দা মশিয়ার রহমানের। তিনি বলেন, ‘সদর হাসপাতালে কোনও মেডিসিন বিশেষজ্ঞ নেই। আমার স্বজনকে মেডিসিনের ডাক্তার দেখাতে হবে। কিন্তু ডাক্তার দেখাতে পারছি না।’

তাদের মতো নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে একই ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

খোঁজ নিয়ে জানা গেছে, নড়াইল সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালে ৩৯ চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন ১৬ জন। ২৩ জন চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় বহির্বিভাগে আগত রোগী ও হাসপাতালে ভর্তি রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছেন না। 

রোগীদের অভিযোগ, হাসপাতালটিতে নেই সার্জারি বিশেষজ্ঞ। ফলে বড় ধরনের দুর্ঘটনার শিকার রোগীদের যশোর, খুলনা কিংবা ঢাকায় রেফার্ড করা হয়। দীর্ঘপথ যেতে গিয়ে মুমূর্ষু রোগীদের জীবন সংকটে পড়ে যায়।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ১৫ শয্যা, অর্থোসার্জারি ওয়ার্ডে ১৫ শয্যা, মহিলা ওয়ার্ডে ২০ শয্যা, শিশু ওয়ার্ডে ১৭ শয্যা, গাইনি ওয়ার্ডে ১৭ শয্যা, সংক্রামক ওয়ার্ডে ছয় শয্যা এবং ১০টি কেবিন শয্যা রয়েছে। তবে গড়ে প্রতিদিন রোগী ভর্তি হয় ২৫০-৩০০ জন। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা গড়ে ৮০০-৯০০ জন।

দীর্ঘদিন ধরে হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট (চক্ষু), সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি), সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া), সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), তিন জন সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (ফিজিক্যাল মেডিসিন ও রিহেবিলিটেশন), জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন), জুনিয়র কনসালট্যান্ট (রেডিওলজি), জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) একজন সহকারী, সার্জন পাঁচ জন, মেডিক্যাল অফিসার দুই জন, জরুরি মেডিক্যাল অফিসার একজন, রেডিওলজিস্ট ও প্যাথলজিস্ট পদ শূন্য রয়েছে।

হাসপাতালে আলট্রাসনোগ্রাম মেশিনসহ অস্ত্রোপচারের প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই। এ কারণে প্রাইভেট ক্লিনিকে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করে অস্ত্রোপচার করতে হয় রোগীদের। হাসপাতালে ২৫০ শয্যার অনুমোদন না থাকায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য পদে জনবল পদায়ন হচ্ছে না। ফলে জেলার তিন উপজেলার লোকজন চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার মাধুরী দাস বলেন, ‘হাসপাতালে ৮৪ পদের বিপরীতে চার জন পুরুষ সেবক ও ৭৮ জন সেবিকা (নার্স) কর্মরত আছেন। এর মধ্যে বিএসসি নার্সিংয়ে তিন জন অধ্যয়নরত, সংযুক্তি হিসেবে অন্যত্র কর্মরত দুই জন এবং তিন জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। এখানে প্রধান নার্স ও সেবা তত্ত্বাবধায়কের পদ দীর্ঘদিন ধরে শূন্য আছে।’

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল গফ্ফার বলেন, ‘হাসপাতালে বিভিন্ন শূন্য পদে চিকিৎসক পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আশা করছি, দ্রুত শূন্য পদগুলো পূরণ হবে।’

/আরআর/
সম্পর্কিত
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষণা টিমের আন্তর্জাতিক স্বীকৃতি
সর্বশেষ খবর
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
ইরানের ভাইস-প্রেসিডেন্ট মোখবার সম্পর্কে যা জানা গেলো
ইরানের ভাইস-প্রেসিডেন্ট মোখবার সম্পর্কে যা জানা গেলো
খুলনায় পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চের আত্মপ্রকাশ
খুলনায় পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চের আত্মপ্রকাশ
আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা
আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু