মেহেরপুরের মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রামের এক বাড়িতে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের আট নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জিহাদি বই, টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড ও জনমত সৃষ্টির জন্য ‘গোপন বৈঠক’ করছিলেন তারা।
গ্রেফতারকৃতরা হলেন খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর স্ত্রী রেবেকা খাতুন, একই গ্রামের সুমন আলীর স্ত্রী জেসমিন খাতুন, ফিরোজ আলীর স্ত্রী নাসিমা খাতুন, আসাদুল হকের স্ত্রী কুলছুম খাতুন, মনোয়ার হোসেনের স্ত্রী জুলেখা খাতুন, শরিফ উদ্দীনের স্ত্রী শান্তনা খাতুন, মুকুল আলীর স্ত্রী শামসুন্নহার ও শরিফুল ইসলামের স্ত্রী সালমা খাতুন।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খাঁনপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান। তবে জামায়াতের আট নারী কর্মীকে আটক করা হয়।’
সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ও মিথ্যা তথ্য ছড়িয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা এলাকার সহজ-সরল নারীদের একত্রিত করে গোপন বৈঠক করছিলেন দাবি করে ওসি বলেন, ‘নাশকতামূলক কার্যকলাপ করার ষড়যন্ত্র করেছেন তারা। এর মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতো। এ জন্য সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় আটক আট জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ২০ জনকে মামলার আসামি করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’