X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

আবাসিক হোটেল থেকে চাকরিজীবীর লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২১

মাগুরার একটি আবাসিক হোটেল থেকে ইব্রাহিম উদ্দিন (৪৭) নামের এক চাকরিজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের ঢাকারোড এলাকার হোটেল সৈকতের নিচতলার একটি কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। 

ইব্রাহিম উদ্দিন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিসিকে অবস্থিত তারা বিস্কুট নামের একটি কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে চাকরি করতেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

হোটেল সৈকতের ব্যবস্থাপক মাসুদুল হক বলেন, ‘সোমবার রাতে ওই ব্যক্তি কোম্পানির কাজে এসেছেন বলে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। খাবার খেয়ে রাত ১০টার দিকে কক্ষে ঢোকেন। সকালে তার স্ত্রী হোটেলের মোবাইল নম্বরে কল করে জানান, তাকে কল দিয়ে পাচ্ছেন না। তখন আমি হোটেলের ওই কক্ষে গিয়ে অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেননি ওই ব্যক্তি। এরপর জানালা দিয়ে দেখি, বিছানায় শুয়ে আছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।’

ইব্রাহিমের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় কর্মস্থল হওয়ায় এখানে পরিবার নিয়ে থাকতেন ইব্রাহিম। সোমবার অফিসের কাজে মাগুরায় গিয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল। কিন্তু সকাল থেকে কল দিয়ে পাচ্ছিলাম না। পরে হোটেলের ব্যবস্থাপককে জানাই। এরপর লাশ উদ্ধারের কথা আমাকে জানানো হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পারিনি।’

মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, ‘হোটেল সৈকতের একটি কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা