X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

সরকার বহাল তবিয়তে আছে, বহাল তবিয়তেই থাকবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের এক দফা আন্দোলন করে যাচ্ছে। তারা প্রতি মাসেই বলে আর এক মাস পরই সরকারের পতন হয়ে যাবে। অথচ সরকার বহাল তবিয়তে আছে। বহাল তবিয়তেই থাকবে।’

রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির সরকার পতনের আন্দোলন খেলা বন্ধ করে নির্বাচন কীভাব করা যায় সেদিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। বিএনপি যদি সেই নির্বাচনে অংশ না নেয় তাহলে সেটা আবারও তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তে পরিণত হবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে তারা চরম রাজনৈতিক সংকটে উপনীত হবে।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নির্বাচনে জয়লাভ করলে নির্বাচন সুষ্ঠু আর হেরে গেলে কারচুপি এর কোনও যৌক্তিকতা নেই। আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি একটা নির্লজ্জ মিথ্যাচারের দল, মির্জা ফখরুলরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপির জন্মটাই অবৈধ উপায়ে হয়েছে। ক্যান্টনমেন্টে বসে সামরিক উর্দি পরে একটা রাজনতিক দল গঠন করার নমুনা পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। যেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিল।’

হানিফ বলেন, ‘নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। যদি আমাদের বিদেশি বন্ধুরা নির্বাচন পর্যবেক্ষণ করতে চান, তারা ইচ্ছেমতো পর্যবেক্ষক পাঠাতে পারেন। আমরা সরকারের পক্ষ থেকে স্বাগত জানাবো।’

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, আমজাদ হাসান রাজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম বিপ্লব, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
নির্বাচনে অংশ নিতে ৮০-৯০ শতাংশ কাজ সম্পন্ন করে রেখেছে বিএনপি: দুদু
ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি আনোয়ারুল
সর্বশেষ খবর
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
ফেয়ার প্লে কাপ টি-২০: আইএসইউকে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ