দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে খুলনার ফুলতলা উপজেলার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা শেখ আকরাম হোসেন।
বুধবার (২৯ নভেম্বর) খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান আকরাম হোসেন বলেন, সংসদ সদস্য পদে নির্বাচন করতে দলীয় মনোনয়নপত্র নিয়েছিলাম। মনোনয়ন পাইনি। এরপর দলীয় সভানেত্রী যে নির্দেশ দিয়েছেন তার আলোকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী। এই জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগপত্র জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।