X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

মানুষ বলছে ‘সন্ত্রাসীদের গডফাদার’ শাহীন চাকলাদারকে ভোট দেবে না: যুবলীগ নেতা

যশোর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৭

যশোর-৬ (কেশবপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে ছেড়ে স্বতন্ত্র প্রার্থী দলীয় নেতা এইচএম আমির হোসেনকে সমর্থন দিয়েছেন পৌরসভা যুবলীগের নেতাকর্মীরা। একইসঙ্গে শাহীন চাকলাদারের সমালোচনা করে পৌরসভা যুবলীগের সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, ‌‘কেশবপুরের মানুষ বলছে শাহীন চাকলাদার ‘সন্ত্রাসীদের গডফাদার’। তারা বহিরাগত প্রার্থীকে ভোট দিতে চান না। স্থানীয় একজন প্রার্থীকে ভোট দিয়ে এমপি করে সংসদে পাঠাতে চান।’

বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টায় কেশবপুর উপজেলা প্রেসক্লাবে পৌর যুবলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এইচএম আমির হোসেনকে সমর্থন দিয়ে এসব কথা বলেছেন আবুল কালাম আজাদ। এরই মধ্যে তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর-৬ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেন। কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন তিনি। আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার আজিজুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন। এছাড়া জাতীয় পার্টির জি এম হাসান দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করছেন। প্রচারণা শুরুর পর থেকে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা আমির হোসেনের ভোট করছেন। সবশেষ তাকে সমর্থন দিয়ে মাঠে নেমেছেন পৌরসভা যুবলীগের নেতাকর্মীরা। নিজেদের অবস্থান পরিষ্কার করতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, ‘পৌর আওয়ামী লীগ কাঁচি প্রতীকের প্রার্থীর নির্বাচন করতে ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দলীয় মনোনয়ন কিনেছেন তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন। এতে দলের কোনও বাধা নেই। স্বতন্ত্র প্রার্থীরা যদি কেউ জয়লাভ করে আসেন তাদের পুরস্কৃত করা হবে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনও ব্যবস্থা নেওয়া হবে না। অথচ নৌকার প্রার্থী শাহীন চাকলাদার বলে বেড়ান স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে বলতে চাই, আপনাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছি। কিন্তু আপনার কাছে যাওয়া যায় না। পৌর মেয়র রফিকুল ইসলাম ও তার ভাগনে আলমগীর সিদ্দিকীর কাছে বলে আপনার কাছে যেতে হয়।’

আজাদ আরও বলেন, ‘কেশবপুরের মানুষ আমাদের কাছে যে কষ্টের কথা বলে, তা আমরা আপনাকে জানাতে পারি না। তারপরও আমরা যখন দেখি, নেত্রী শাহীন চাকলাদারকে নৌকা দিয়েছেন তখন আমরা নৌকা দেখে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু মাঠে গেলে মানুষ বলে, আমরা নৌকার বিপক্ষে নই, প্রার্থীর বিপক্ষে। আমরা জনগণ নিয়ে রাজনীতি করি। মানুষ যখন বলে, ভাড়াটিয়া লোককে ভোট দেবো না। দখলবাজ, লুটতরাজ, সন্ত্রাসীদের গডফাদার শাহীন চাকলাদারকে ভোট দেবো না। আমরা স্থানীয় একজনকে ভোট দিয়ে এমপি করে সংসদে পাঠাবো। তখন আমাদের মাথা নিচু করে ফিরে আসতে হয়। এ অবস্থায় আমরা কী করবো। তাই পৌর যুবলীগ আজ ঐক্যবদ্ধ, কাঁচি প্রতীকে সমর্থন দিয়ে মাঠে নেমেছি আমরা।’

সংবাদ সম্মেলনে পৌর যুবলীগের আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ ও যুবলীগ নেতা জয় ভদ্রসহ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন
সর্বশেষ খবর
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো