X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ১৬:১৩আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৯:৩৭

নড়াইলের কালিয়া উপজেলায় ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে নিলয় মোল্যা (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

হত্যাকাণ্ডের শিকার নিলয়ের সঙ্গে থাকা তামিম নামে আরেক তরুণ আহত হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নিলয় মোল্যা কালিয়া উপজেলার টোনা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান আহমেদ ওরফে পিকু মোল্যার ছেলে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নিলয় স্থানীয় টোনা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছিল বলে জানান অধ্যক্ষ এসএম ইকবাল সাইদী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিলয় ও তামিমসহ এলাকার লোকজন তালবাড়িয়া গ্রামে ওয়াজ শুনতে যায়। রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে ১২-১৫ জনের একটি দল তাদের গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে নিলয় ও তামিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।

খাশিয়াল ইউনিয়নের ইউপি সদস্য রেজ্জাক খন্দকার জানান, দুই সপ্তাহ আগে টোনা গ্রামের বাসিন্দা জগন্নাথ বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক মেয়েকে উত্ত্যক্ত করে ব্রাহ্মণপাটনা গ্রামের কামরুল খানের ছেলে শাকিল খান। নিলয় মোল্যা এর প্রতিবাদ করে। কথা-কাটাকাটির একপর্যায়ে শাকিলকে চড় মারে নিলয়। পরে স্থানীয়রা ঘটনাটি মীমাংসা করে দেন। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে মাহফিল থেকে ফেরার পথে নিলয় ও তামিমের গতিরোধ করে শাকিল ও তার সঙ্গে থাকা লোকজন। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নিলয় ও তামিমকে। আহতদের ডাক-চিৎকারে মাহফিলের লোকজন এসে ওই দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ প্রতিম বিশ্বাস বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই নিলয়ের মৃত্যু হয়েছিল।’

ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘নিলয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার (২ মার্চ) দুপুরে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঘরে ঢুকে নারীকে ধর্ষণের চেষ্টা, যুবককে পিটিয়ে হত্যা এলাকাবাসীর
‘বিয়ে পড়াতে রাজি না হওয়ায়’ নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা
দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা গ্রেফতার
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক