সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরের সোনার মুকুট চুরির ঘটনায় গ্রেফতার চার জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (১৩ অক্টোবর) তাদের ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে শনিবার তাদের প্রত্যেকের একদিন রিমান্ড মঞ্জুর করেন সাতক্ষীরার বিচারিক হাকিম সুজাতা আমিন।
তারা হলেন- উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত ছেদাম সরকারের স্ত্রী ও যশোরেশ্বরী কালীমন্দিরের সেবায়েত রেখা সরকার (৪৫), একই গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা (৪৬), মৃত গোকুল চন্দ্র সাহার ছেলে সঞ্জয় বিশ্বাস ও শ্রীফলাকাটি এলাকার হরেণ বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস। এ ঘটনায় শনিবার সকালে মন্দিরের আরেক সেবায়েত জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দেওয়া হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আহমেদ কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার গ্রেফতার চার জনের সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার কারাগার থেকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।’
রিমান্ডে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জানিয়ে এসআই আহমেদ কবির বলেন, ‘তাদের দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করছি আমরা। অধিকতর তদন্তের স্বার্থে তাদের কাছে পাওয়া তথ্য জানাতে পারছি না।’
যশোরেশ্বরী কালীমন্দির সনাতন ধর্মের ৫২ পিটের এক পিট। ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই কালীমন্দির পরিদর্শনে এসে নিজ হাতে কালীপ্রতিমার মাথায় সোনার মুকুটটি পরিয়ে দিয়েছিলেন। গত বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে সেটি চুরি হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েত রেখা রানি সরকারের কাছে চাবি দিয়ে বাড়ি চলে যান। এ সময় মন্দির প্রাঙ্গণে রেখা সরকারসহ ভক্তরা উপস্থিত ছিলেন। এরপর মা কালী প্রতিমার সোনার মুকুটটি চুরির ঘটনা ঘটে।
মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ২৪-২৫ বছরের এক যুবক দুপুর ২টা ৪৯ মিনিটে মন্দিরে প্রবেশ করেন। স্বাভাবিকভাবে মন্দিরে ঢুকে কালী প্রতিমার পেছনে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে মুকুটটি খুলে নিয়ে টি-শার্টের মধ্যে ঢুকিয়ে ফেলেন। জিন্সের প্যান্ট ও সাদা টি-শার্ট পরিহিত ওই যুবক মুকুট খুলে নেওয়ার আগে আশপাশে কেউ রয়েছেন কিনা, পর্যবেক্ষণ করলেও কোনও রকম বিচলিত মনে হয়নি তাকে। পুরো ঘটনা ১০-১২ সেকেন্ডের মধ্যে ঘটেছে বলে ভিডিও ফুটেজ দেখে বোঝা যায়। মন্দিরে ঢুকে মুকুট নেওয়া যুবককে বেশ প্রশিক্ষিত ও পরিকল্পনামাফিক কাজটি করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।