X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন, সরকারের প্রতি নুরুল হক নুর

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ২৩:৫৮আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২৩:৫৮

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গত আড়াই মাসে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত পরামর্শ নিন। এর বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।’

শনিবার (১৯ অক্টোবর) বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ জেলার শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

তিনি বলেন, ‘সরকারকে জনগণের পালস বুঝতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে। সরকার এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে পারেনি। প্রশাসনে আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। পাঁচ দশক ধরে যে রাজনীতি চলেছে, তা গণমানুষের রাজনীতি ছিল না, শত শত কোটি থেকে হাজার কোটি টাকা পাচার হয়েছে, ভাগবাঁটোয়ারার জায়গায় সবাই এক ছিল। নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা নেই, নির্বাচন নিয়ে আমাদের তাড়া নেই। শেখ হাসিনার ১৫ বছরের জালিম শাসনকে সহ্য করেছি, এই সরকার যদি দু-এক বছর থাকে, আমরা সহ্য করতে পারবো। আমরা এই সরকারকে ক্ষমতায় রেখে রাষ্ট্র ব্যবস্থা মেরামত করাতে চাই। রাষ্ট্র সংস্কার করতে চাই।’

প্রশাসনের উদ্দেশে নুরুল হক বলেন, ‘ওসি-এসপি, ইউএনও-ডিসিদের পরিষ্কার বলছি, আমাদের রক্তের ওপর দিয়ে আপনাদের নিয়োগ-পদোন্নতি হচ্ছে। একজন ভিক্ষুক, মুটে-মজুরও যেন আপনাদের সঙ্গে দেখা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। রাজনীতিতে জমিদারি প্রথা গড়ে উঠেছিল, এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, নেতার ছেলে নেতা। গণ-অভ্যুত্থান হয়েছে এটা কোনও রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। এতে সব দলের অংশগ্রহণ ছিল। কোটা সংস্কার আন্দোলনে আমরা হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছি। ছাত্রলীগ হামলা, মামলা-গুলি চালিয়েছে। এটা শেষ পর্যন্ত জাতির মুক্তির আন্দোলনে পরিণত হয়। তবে উদ্বেগের বিষয়, এখন নতুন নতুন দখলদার, চাঁদাবাজ তৈরি হয়েছে, তাদের রুখে দিতে হবে। আর রক্ত দিতে চাই না, আমাদের মনের মতো বাংলাদেশ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই।’

/এএম/
সম্পর্কিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা 
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
১৭ বছর পানি ঢেলেছে বিএনপি, ফল খাচ্ছেন আপনারা: মির্জা আব্বাস
সর্বশেষ খবর
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি