X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

নতুন ট্রেনে ঢাকা থেকে ৫ ঘণ্টায় খুলনায়, খুশি যাত্রীরা

খুলনা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৪

খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ট্রেন সাড়ে চার ঘণ্টায় ঢাকায় পৌঁছেছে। আবার ঢাকা থেকে রওনা হয়ে খুলনায় পৌঁছেছে পাঁচ ঘণ্টায়।  

রেলওয়ের সময়সূচি অনুয়ায়ী, খুলনা থেকে মঙ্গলবার সকাল ৬টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও ৪ মিনিট দেরিতে যাত্রা শুরু করে; আর ঢাকায় গিয়ে পৌঁছায় ১০টা ৩৫ মিনিটে। হিসাবে দেরি হয়েছে ৪৫ মিনিট।

নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী, ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে শিবচরে ক্রসিংয়ের কারণে ২৫ মিনিট দেরি হয়। একইভাবে এদিন রাত ৮টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা করার কথা। কিন্তু এক ঘণ্টা ৪০ মিনিট দেরিতে রাত ৯টা ৪০ মিনিটে খুলনার উদ্দেশে রওনা হয়। খুলনায় পৌঁছে রাত ২টা ৪৪ মিনিটে। হিসাবে পাঁচ ঘণ্টা লেগেছে। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী, রাত ৮টায় রওনা হয়ে ট্রেনটি খুলনায় পৌঁছানোর কথা ছিল রাত ১১টা ৪৫ মিনিটে। ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

তবে কিছুটা দেরি হলেও ট্রেনে এত কম সময়ের মধ্যে খুলনা থেকে ঢাকায় আবার ঢাকা থেকে খুলনায় আসতে পারায় খুশি যাত্রীরা। ট্রেনের অন্য সেবাও বেশ ভালো বলে জানিয়েছেন তারা। যাত্রীরা আশা করছেন, সামনে নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রেনটি ঢাকা ও খুলনায় পৌঁছাবে। প্রথম দিন হওয়ায় বিভিন্ন কারণে দেরি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নতুন রেল রুট চালু হয়েছে। এর আগে ট্রেনে করে খুলনা থেকে ঢাকায় যেতে সময় লাগতো অন্তত সাত ঘণ্টা। একই সময় লাগতো ঢাকা থেকে আসতে। আজ প্রথম দিন খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল জাহানাবাদ এক্সপ্রেস। খুলনা থেকে প্রথমবার এই ট্রেনের যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ঢাকার কমলাপুর রেলস্টেশনে। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

খুলনা থেকে ঢাকায় যাওয়া ট্রেনের যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘ট্রেনটি খুলনা থেকে ৪ মিনিট দেরিতে ছেড়েছিল। আর ঢাকায় পৌঁছেছে ১০টা ৩৫ মিনিটে। সব মিলিয়ে প্রথম যাত্রায় ৪৫ মিনিটের মতো দেরি করেছে। তবে জার্নিটা ছিল বেশ আরামদায়ক। সার্ভিসও ছিল সুন্দর। সব মিলিয়ে এত কম সময়ের মধ্যে ঢাকায় পৌঁছানো যাবে, তা আমাদের কাছে ছিল কল্পনাতীত।’

ট্রেনের আরেক যাত্রী রেজাউর রহমান রনি জানান, অনলাইনে আপ-ডাউন টিকিট কেটে তিনি খুলনা থেকে যাত্রা করেন। ট্রেনটি এক ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছে। পৌনে চার ঘণ্টায় পৌঁছানোর কথা থাকলেও সময় লাগে সাড়ে চার ঘণ্টা। আবার খুলনায় এসেছে দুই ঘণ্টা ৪৪ মিনিট দেরিতে।

নতুন রুটের ট্রেনের নির্ধারিত ভাড়া অনুযায়ী, খুলনা থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা ও এসি সিট ১০১৮ টাকা।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ঢাকা থেকে খুলনার পথে সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল করে। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া হয়ে খুলনায় যাচ্ছে। এই ট্রেনে খুলনা-ঢাকা চলাচলে সময় লাগে প্রায় সাত ঘণ্টা। অন্যদিকে চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু হয়েই চলাচল করছে। এই ট্রেনের সময় লাগে সাড়ে ৯ ঘণ্টার মতো। এর বাইরে বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে যশোরের বেনাপোলে যায়। এতে সময় লাগছে সাড়ে সাত ঘণ্টা।

খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, প্রথম দিন বিভিন্ন স্টেশনে যাত্রীদের আগ্রহ ও অনুষ্ঠানের কারণে সময় বেশি লেগেছে। ঢাকা ও বেনাপোলে অনুষ্ঠানের কারণে ট্রেনটি খুলনায় ফেরে সময়সূচির পৌনে তিন ঘণ্টা দেরিতে। 

তিনি বলেন, এরপর থেকে ট্রেনটির সময়সূচি অনুযায়ী চলাচল করতে সক্ষম হবে। ট্রেনটিতে ১২টি বগি রয়েছে। এর মধ্যে ১১টি যাত্রীবাহী ও ১টি পণ্যবাহী। ১১টি বগিতে আসন সংখ্যা ৭৬৮টি। এই ট্রেনের একটি লাগেজ ভ্যানের মাধ্যমে খুলনা এবং আশপাশের জেলার বিভিন্ন ভোগ্যপণ্য বা মালামাল ঢাকায় নিতে পারবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
ময়মনসিংহে ট্রেন আটকে বাকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি
শৃঙ্খলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি