বিয়ের তিন মাসের মাথায় সাতক্ষীরা সদরে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আমিরুল ইসলামকে (২৩) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার ভোরে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা খাতুন (১৯) সদর উপজেলার নারায়ণজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালির মেয়ে। আটক আমিরুল পাশের মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে।
খাদিজার স্বজন ও নারায়ণজোল গ্রামের মনিরুল ইসলাম বলেন, মাত্র তিন মাস আগে আমিরুলের সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পর আমিরুল শ্বশুরের কাছ থেকে যৌতুকের দুই লাখ টাকা আনতে খাদিজাকে চাপ দেন। কিন্তু খাদিজা বাবার বাড়ি থেকে টাকা আনতে আপত্তি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। এ ঘটনার জেরে ভোরে তাকে লাঠি দিয়ে পেটান আমিরুল।
মনিরুল ইসলাম বলেন, মারধরের একপর্যায়ে খাদিজা মাটিতে পড় গেলে মুখে বালিশচাপা দিয়ে হত্যা করে আমিরুল। ঘটনার পর সকালে বাড়িতে আসবাব ভাঙচুর করতে থাকে আমিরুল। তখন প্রতিবেশীরা এসে ঘটনা জানতে পেরে আমিরুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন এলাকাবাসী তাকে পুলিশে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত আমিরুলকে আটক করা হয়েছে। খাদিজার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’