X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:১৭

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।

সোমবার বিকালে উত্তর কালিগঞ্জের তারালী চৌরাস্তা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেনা ও পুলিশ সদস্যদের কঠোর পদক্ষেপে প্রায় আধাঘণ্টাব্যাপী এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। তবে উভয়পক্ষের ছোড়া ইট-পাটকেলের আঘাতে উপজেলা যুবদলের সদস্যসচিব শেখ আব্দুল আজিজসহ ৩ জন আহত হয়েছেন।

বর্তমানে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলের আশেপাশের ১ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সাতক্ষীরায় বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে কালিগঞ্জ উপজেলা বিএনপি দুইটি গ্রুপে বিভক্ত। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্যসচিব আব্দুল আলিম কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামকে আহ্বায়ক এবং ডা. শফিকুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেন। এই কমিটির পাল্টা একটি কমিটি গঠন করা হয়। সম্প্রতি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, উপজেলার ১২টি ইউনিয়নে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত শনিবার তারালী ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগ করে রবিবার তারালী এবং চাম্পাফুল বাজার এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি বড় অংশ।

সাতক্ষীরায় বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি এদিকে সোমবার বিকালে বাস টার্মিনাল সংলগ্ন তারালী চৌরাস্তা মোড় এলাকায় তারালী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করে। একই সময়ে অপরপক্ষ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। একপর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপজেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারালী চৌরাস্তা মোড় এলাকায় গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল ছুড়তে থাকে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা খানবাহাদুর আহছানউল্লা (রহ.) সেতু সংলগ্ন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলামের অফিসের সামনে রাখা ৬/৭টি মোটরসাইকেল এবং কয়েকটি চেয়ার ভাংচুর করে। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের উপস্থিতিতে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য ব্যাপক তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, নলতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের, উপজেলা সাইবার ফোর্সের তথ্য বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদসহ কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত শেখ আব্দুল আজিজকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সন্ধ্যার পর বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শহিদুল আলম আহত যুবদলের সদস্য সচিবকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বিএনপির দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘাত ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে  সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত উপজেলা সদরের ফুলতলা মোড় থেকে বাসটার্মিনাল ও আশেপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।

১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, ‘প্রাথমিকভাবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সংঘাতে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও ২/৩ জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

/এমএস/
সম্পর্কিত
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
প্রিমিয়ার লিগে ফেরার আরও কাছে হামজাদের শেফিল্ড
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
সাত বছরে সারা লাইফস্টাইল
সাত বছরে সারা লাইফস্টাইল
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়