সুন্দরবন-সংলগ্ন দুবলার চরের জেলেদের ওপর হামলা চালিয়ে ১৫ জনকে অপহরণ করেছে দস্যুরা। রবিবার (২৬ জানুয়ারি) রাতে সমুদ্রে মাছ ধরার সময় একদল দস্যু তাদের অপহরণ করে। এ ঘটনায় দয়াল বাহিনীর তিন দস্যুকে আটক করে কোস্টগার্ড। তবে অপহৃত ১৫ জেলেকে এখনও উদ্ধার করা যায়নি।
এদিকে, দস্যুদের জিম্মিদশা থেকে এসব জেলেদের উদ্ধার করতে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেছেন দুবলার চরের ১১ হাজার জেলে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ই-মেইলে এই আবেদন পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ।
১১ হাজার জেলের পক্ষে তিনি ওই আবেদনে উল্লেখ করেন, গত ২৬ জানুয়ারি রাতে সমুদ্রে মাছ ধরার সময় একদল দস্যু জেলেদের ওপর হামলা চালায়। পরে মুক্তিপণের দাবিতে ১৫ জেলেকে অপহরণ করে ওই দস্যুদল। জেলে বহরে হামলার সময় অন্য জেলেরা প্রতিরোধ গড়ে তুলে তিন দস্যুকে অস্ত্র ও গুলিসহ আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দেয়। তবে এর আগে ১৫ জেলেকে নিয়ে বাকি দস্যুরা পালিয়ে যায়।
ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো আবেদনে আরও বলেন, ‘১৫ জেলে মাছ ধরার একটি ট্রলারসহ দস্যুদের কাছে জিম্মি অবস্থায় বন্দি আছেন। তারা হলেন- সাতক্ষীরা জেলার শাহ আলম, আজাহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আরাফাত হোসেন, আলমগীর হোসেন, শাজাহান গাজী, মো. রাসেল, শাজাহান ঢালী, হাফিজুর রহমান, শাহিনুর আলম ও নুর আলম, বাগেরহাট জেলার মতিয়ার সর্দার, খান রফিক, নাঠন বিশ্বাস ও খুলনা জেলার রিপন মোড়ল।’
দ্রুততম সময়ের মধ্যে এসব জেলেরা যেন মুক্তি পায় এবং সুন্দরবন ও সমুদ্র উপকূলে জলদস্যুমুক্ত করতে ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ।
এদিকে, কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল হক জানান, গত ২৬ জানুয়ারি রাতে দুবলার চরে নিরীহ জেলেদের ওপর হামলা করে। এ সময় আত্নরক্ষায় অন্য জেলেরা প্রতিরোধ গড়ে তুলে এবং কোস্টগার্ডের সহায়তা চেয়ে ফোন করে। পরে কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে একনলা বিদেশি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলিসহ তিন দস্যুকে আটক করে। এরা হলো- দয়াল বাহিনীর মো. রহমত মোড়ল (২৬), মো. রবিউল মোল্লা (২৬) ও মো. জাহাঙ্গীর শেখ (৫১)। পরে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান বলেন, ‘দস্যুদের হাতে ১৫ জেলে অপহৃত হয়েছে শুনেছি। এ বিষয়ে তাদের উদ্ধার এবং দস্যুদের আটক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’