X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

স্ত্রী হত্যার অভিযোগে আটক সাগর কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ১৮:১৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৮:২১





সাগর হোসেন স্ত্রী হত্যার অভিযোগে আটক সাগর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। ময়মনসিংহ ১ নম্বর আমলী আদালতের বিচারক মাকসুদুল হকের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার (০৭ জানুয়ারি) দুপুরে তার বিুরদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল খালেক আসামিকে কারাগারে পাঠানোর খবর নিশ্চিত করেছেন।

এসআই খালেক জানান, এর আগে শনিবার (০৬ জানুয়ারি) রাতে নিহত সাফিয়ার মা মর্জিনা খাতুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় নারী নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী সাগর হোসেন ও তার মা মনোয়ারা বেগম ওরফে মনুকে আসামি করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, আসামি সাগর এর আগে মাদকসহ গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আাইনে একটি মামলা আছে। সাগর মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত বলে জানান তিনি। এদিকে অপর আসামি সাগরের মা মনোয়ারা বেগমকে গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে বলে জানান ওসি মাহমুদুল।

গত ৪ মাস আগে ময়মনসিংহ সদরের পরানগঞ্জ মীরকান্দা পাড়া গ্রামের নওয়াব আলীর কন্যা সাফিয়া আক্তারের সঙ্গে চরপাড়া কপিক্ষেত বস্তির আবুল হোসেনের ছেলে সাগর হোসেনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের ১৫ দিনের মাথায় সাফিয়া অন্তঃসত্ত্বা হয়। এই নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জেরে ১ জানুয়ারি সাগর জোরপূর্বক সাড়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্র্রী সাফিয়াকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটায়। এরই জেরে শনিবার মধ্যরাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে সাগর সাফিয়াকে মারধর করে। অসুস্থ হয়ে পড়লে রবিবার সকালে হাসপাতালে নেওয়ার পর সাফিয়া মারা যায়। সাফিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। বাড়ি ঘেরাও করে সাগরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এর আগেও সাগর আরও তিনটি বিয়ে করেছিল এবং নির্যাতনের কারণে সবাই পালিয়ে গেছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের কিশোরদের সামনে ম্যানইউতে অনুশীলনের সুযোগ
বাংলাদেশের কিশোরদের সামনে ম্যানইউতে অনুশীলনের সুযোগ
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনও শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনও শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
বিশৃঙ্খলার কারণে তিন খেলোয়াড় ৫ বছর নিষিদ্ধ 
বিশৃঙ্খলার কারণে তিন খেলোয়াড় ৫ বছর নিষিদ্ধ 
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও