X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

নারী এনজিও কর্মী উদ্ধার, চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি 
১১ আগস্ট ২০২২, ২২:৪৩আপডেট : ১১ আগস্ট ২০২২, ২২:৪৩

জামালপুর থেকে অপহরণের ছয় দিন পর বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) এক নারী কর্মীকে অচেতন অবস্থায় নেত্রকোনার পূর্বধলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম আলীসহ পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বজনরা।  

মামলার বিবরণ থেকে জানা যায়, গত শুক্রবার সকালে এক মাঠকর্মীর সঙ্গে দেখা করতে বের হন ওই নারী কর্মী। তারপর আর বাড়ি ফেরেননি। ঘটনার ছয় দিন পর বুধবার (১০ আগস্ট) রাতে নেত্রকোনা জেলার পূর্বধলার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই এনজিও কর্মীর মা বলেন, বিয়ের কথা বলে শরিফপুর ইউপি চেয়ারম্যান আলম আলীর চাচাতো ভাই মামুন আমার মেয়ের সর্বনাশ করেছে। পরে তাকে আর বিয়ে করতে চায়নি মামুন। গত ৩ মাস আগে সালিশ-বৈঠকে তাদের বিয়ে হয়। বিয়ের পর মামুন আমার মেয়ের ওপর নির্যাতন শুরু করে। মামুন ও তার চাচাতো ভাই চেয়ারম্যান আলম আলী তাকে অপহরণ করে হত্যার জন্য নির্যাতন করে। পরে মৃত ভেবে নেত্রকোনার পূর্বধলার নির্জনস্থানে নিয়ে ফেলে আসে। 

তিনি অপহরণ ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উন্নয়ন সংস্থার পরিচালক (মানবসম্পদ বিভাগ) জাহাঙ্গীর সেলিম বলেন, গত বৃহস্পতিবার বিশ্ব মাতৃদগ্ধ দিবসের প্রোগ্রামেও ওই নারী কর্মী উপস্থিত ছিলেন। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন বলেন, অপহরণের ঘটনায় ভুক্তভোগীর মা নূরুন্নাহার বাদী হয়ে শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/টিটি/
সম্পর্কিত
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ‘মূল হোতা’ গ্রেফতার
টেকনাফে বাস থামিয়ে পরিবহন কর্মীকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
রোহিঙ্গা যুবককে অপহরণের মূল হোতা পাহাড় থেকে গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল