X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বিএনপির সম্মেলন মঞ্চে অগ্নিসংযোগের অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

নেত্রকোনা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ২২:১৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২২:১৫

নেত্রকোনা বারহাট্টা উপজেলা সদরের গোপালপুরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনের মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সেখানে সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী, বিএনপি দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে ৩টার দিকে গোপালপুরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। সম্মেলন উদ্বোধন করার কথা ছিল জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়া কথা ছিল কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার কথা ছিল ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুনের। তবে হামলা ও অগ্নিসংযোগের কারণে তা পণ্ড হয়ে যায়।

বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাক আহমেদ দাবি করেন, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি যখন প্রায় শেষ ঠিক ওই সময় দুপুর ১টার দিকে বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মাঈনুল হক কাশেমের নেতৃত্বে নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গোপালপুর বাজারের ফায়ার সার্ভিস মোড় এলাকায় বিএনপির সম্মেলন স্থলে এসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই সময় সেখানে বিএনপির তেমন নেতাকর্মী না থাকায় কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে।

অধ্যাপক ডা.  মো. আনোয়ারুল হক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই সেখানে সরকার দলীয় নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সম্মেলনটি পণ্ড করে দেয়।

জেলা আওয়ামী লীগের সদস্য ও বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাশেম দাবি করেন, ‘আমার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করেছিল। পরে খবর পাই স্থানীয় বিএনপি ফায়ার সার্ভিস মোড়ে নৈরাজ্য সৃষ্টি করতে জড়ো হচ্ছে। এ কারণেই আমরা মঞ্চটি ভেঙে দিয়েছি। বারহাট্টায় কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করতে দেওয়া হবে না।’

বারহাট্টা থানার ওসি মো. লুৎফুল হক বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।’

/এফআর/
সম্পর্কিত
গেজেট এলে আ.লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনা-জয়সহ রাজউক কর্মকর্তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পিছিয়েছে
শেখ হাসিনা-জয়সহ রাজউক কর্মকর্তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন পিছিয়েছে
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিষয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিষয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর
ঘুষ-দুর্নীতি: ৯০৯ ইমেইলে অভিযোগ-পরামর্শ পেলেন উপদেষ্টা আসিফ
ঘুষ-দুর্নীতি: ৯০৯ ইমেইলে অভিযোগ-পরামর্শ পেলেন উপদেষ্টা আসিফ
রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, ১০ মাসে আয় ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো
রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, ১০ মাসে আয় ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো