X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৮

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জহিরুল ইসলাম মিঠু (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত‍্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বাজারে বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে গৌরীপুর পৌর শহরের পাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার বোকাইনগর ইউনিয়নের চরপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের পাট বাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করতে যান এলবার্ট সেন্টু। স্বর্ণ পরিমাপের পর দাম নিয়ে টিপুর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সেন্টু দোকান থেকে বের হয়ে যান। পরে তার বড় ভাই ডেবিট রকিকে নিয়ে আবারও দোকানে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে আবারও বাগবিতণ্ডা হয়। মিঠু তাদের ঝগড়া থামাতে এগিয়ে এলে রকি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যু খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন। পৌর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় ফায়ার সার্ভিসের চার সদস্য আহত হন।

জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোস্তাকিম বলেন, ‘আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। আহতদের ফায়ার সার্ভিসের সদস্যদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়রা ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়িও ভাঙচুর করে। হামলায় পুলিশের দুই থেকে তিন জন সদস্য ও ফায়ার সার্ভিসের কয়েকজন আহত হয়েছেন।

গৌরীপুর থানার পরিদর্শক তদন্ত খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
সর্বশেষ খবর
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ১৭ মে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ১৭ মে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে বাসদ
সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে বাসদ
কাল যুবদলের সমাবেশ, থাকবেন মির্জা ফখরুল
কাল যুবদলের সমাবেশ, থাকবেন মির্জা ফখরুল
নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে
নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি